April 25, 2024
আঞ্চলিক

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত,  রাস্তা অবরোধ

 

 

 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে দ্রæতগামী যাত্রীবাহী বাসের চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মা ফাতেমা আক্তার সাওন বেগম (২২) তার ছেলে সাকিব (৮) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামের  শিক্ষক এরশাদ খানের স্ত্রী ও তার ছেলে। এ ঘটনায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে গাড়ী ভাংচুর করে ।

স্থানীয় জনগণ ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস সেন্টমার্টিন (ঢাকা মেট্রো-ব-১২০৬২৯) মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক স্থানে এসে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মা ও ছেলেকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মা ফাতেমা আক্তার সাওন বেগম (২২) তার ছেলে সাকিব (৮) নিহত হয়। এ ঘটনায় স্থানীয় জনতা দুই ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে এবং গাড়ী ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন শাহীন, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ও গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি ভাটিয়াপাড়া থেকে আটক করা হয়েছে। কিন্তু বাস চালক ও হেলপার পালিয়ে গেছে তাদের আটকের চেষ্টা চলছে।

এসময় এলাকাবাসীর দাবী রাস্তার উপর স্পিডব্রেকার ও রাস্তার দুপাশের গাছ কাটার অভিযোগ এবং ঘাতক বাসের চালক ও হেলপারের ফাসির দাবি জানায়। এ ঘটনায় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী এলাকাবসাীর দাবি দ্রতু বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *