April 20, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

শীতে বাড়তে পারে করোনা, সীমিত আকারে চলাচলের আহবান মেয়রের

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আসছে শীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে পারে, এ জন্য নগরবাসীকে নিরাপদ দূরত্ব, মাস্ক ব্যবহার করা প্রয়োজন। এ সময় সাধারণ মানুষকে সীমিত আকারে বাহিরে চলাচলের আহবান জানান তিনি। শুক্রবার খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আজিমের পরিচালনায় সাধারণ সভায় সমিতির আয় ও ব্যায় হিসেবে প্রদান করেন অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজু। এছাড়া আগামী ২৯ অক্টোবর ইউনিয়নের সাধারণ নির্বাচন, এবং নির্বাচন সুষ্ঠু ও সফল করতে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির অনুমোদন গৃহিত হয়।
সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মালিক সমিতির নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আঃ গফ্ফার বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আঃ রহিম বক্স দুদু, মালিক সিমিতর নেতা শেখ ফরহাদ হোসেন, শেখ মুরাদ হোসেন, আলহাজ্ব এম, মাহবুব আলম, মোড়ল আঃ সোহবান, শেখ মিরাউল ইসলাম, কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, খুলনা শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক অসিম কুমার বিশ্বাস, গনেশ চন্দ্র বসু, সমিতির সাবেক সভাপতি মীর মোকসেদ আলী, সাধারণ সম্পাদক এনাম মুন্সি।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *