May 10, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন দেখেছিলো তা এখনো বাস্তবায়িত হয়নি : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি
১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন। বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চুড়ান্ত বিজয়ের ঊষালগ্নে এ দিনে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করোছিলো। তারা মনে করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এই দেশ দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করে দেয়া যাবে। স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে মুখ থুবড়ে পড়বে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।
শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ, যার আদর্শ হবে গণতন্ত্র। সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। তাঁদের স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার সার্বজনীন অধিকার, সেটি সমুন্নত রাখতে আমাদের মিলিত শক্তিকে কাজে লাগাতে হবে।
সোমবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে আলোচনা সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, রেহেনা ঈসা, তসলিমা খাতুন ছন্দা, রফিক মল্লিক, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, সাদিকুর রহমান সবুজ, জালু মিয়া, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, বিপ্লবুর রহমান কুদ্দুস, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, নিয়াজ আহমেদ তুহিন, আনিসুর রহমান আনিস, নাজমুস সাকিব পিন্টু, সামছুজ্জামান চঞ্চল, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, ওয়েজউদ্দিন সান্টু, আবু সাইদ শেখ, ম শ আলম, নাজির উদ্দিন আহমেদ নান্নু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, হাসান মেহেদী রিজভী প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৭টায় গল্লামারি স্মৃতিসৌধে খুলনা মহানগর ও জেলা বিএনপি পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পণ করে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *