April 27, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

যেখানে জামায়াত-শিবির-রাজাকার-মৌলবাদী সেখানেই প্রতিরোধ : মেয়র খালেক

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, পাক হানাদার বাহিনী বাংলাদেশ তাদের তাবেদারী রাষ্ট্র বানিয়ে রাখতে বাংলার সকল মেধাবী বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছে। তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড পরিচালনা করে। প্রায় সাড়ে ১২ হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিলো তারা।
তিনি বলেন, আমাদের শহীদদের রক্ত আর মা বোনের ইজ্জত আমাদের সাহসিকতাকে জীবন বাজি রাখতে আরো উজ্জীবিত করেছে। সেদিন প্রতিশোধের নেশায় বঙ্গবন্ধুর নির্দেশে রাজাকার আলবদর আলশামসসহ পাকবাহিনীকে বাংলা থেকে তাড়াতে সমর্থ হয়েছিলো। আজও তারা ঘাপটি মেরে থেকে বাংলাদেশকে ধ্বংস করতে নানামূখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা প্রতি মূহুর্তে নতুন নতুন পরিকল্পনা করে এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধা গ্রস্ত করতে চায়। তাদের ব্যাপারে সকলকে সর্তক দৃষ্টি রাখতে হবে। যেখানে জামায়াত শিবির রাজাকার মৌলবাদিদের পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে।
সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন জাতীয় কমিটির সাবেক সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, তসলিম আহমেদ আশা, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল। সভা পরিচালনা করেন নগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এর আগে সকাল ৭টায় গল্লামারী স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।
নগর মহিলা আ’লীগ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যা. হোসনে আরা রুনু’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পীর পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তি রায়, আঞ্জুমানোয়ারা বেগম, জেসমনি সুলতান, শবনম সাবা, পারভীন ইলিয়াস, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, হোসেন আরা, মিতা বাগচী, মুক্তা হক, রীতা আলম, শাহানুর বেগম, শাহানা বানু, স্মরনী ইসলাম, হাসিনা বেগম, সুপ্তি হাসান, লিমা বেগম, জাহানারা সিরাজ, বিউটি বেগম, দীপা বিশ্বাস, ফরিদা ইয়াসমিন, পারভীন সুলতানা, আফরোজা সুলতানা, আনোয়ারা বেগম, নুসরত জাহান, উলিসা নন্দী, মরিয়ম বেগম, দুনিয়ারা বেগম, নাছিমা আহমেদ মিনু, শিউলি বেগম, শাহানা বেগম, শাহনাজ বেগম, সরোয়ার বেগম প্রমুখ।
নগর যুবলীগ : শহীদ বুদ্ধিজীবী দিবসে খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মসিউর রহমান সুমন, জামিল আহমেদ সোহাগ, জামাল শেখ, মণিরুল ইসলাম মন্টু, সরথা রাজ, সাদ আহমেদ খান সাগর, রাসেল সৈকত, দিলার আহম্মেদ রনি, আনোয়ার প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *