May 20, 2024
জাতীয়

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো দিল ইইউ

দক্ষিণাঞ্চল ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে মৌসুমি বর্ষা মোকাবিলায় ২০ লাখ ইউরো সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডাব্লিউএফপি) এ অর্থ সহায়তা দেয় সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার ডাব্লিউএফপি, বাংলাদেশ অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোহিঙ্গাদের জন্য বর্ষা মৌসুমের ঝুঁকি মোকাবিলায়  ইইউ এ অর্থ সহায়তা দিয়েছে। এই অর্থ রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হবে।

ডাব্লিউএফপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর রির্চাড র‌্যাগান বলেন, দুই বছর আগে বড় ধরনের রোহিঙ্গা ঢল এখন কক্সবাজারে জটিল আকার ধারণ করেছে। প্রায় ১০ লাখ রোহিঙ্গার ৮০ শতাংশই ডাব্লিউএফপির খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল। ইইউর এ অর্থ প্রান্তিক রোহিঙ্গা নারী ও শিশুদের খাদ্য সহায়তার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ব্যয় করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *