May 20, 2024
জাতীয়

বঙ্গোপসাগরে মাছ ধরার দু’টি ট্রলার ডুবি, ৩৫ জেলে নিখোঁজ

দক্ষিণাঞ্চল ডেস্ক

বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে দু’টি মাছ ধরার ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এতে ট্রলারসহ ৩৫ জেলে নিখোঁজ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের গঙ্গামতির দক্ষিণে মাছ ধরার সময় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে পিরোজপুরের পাড়েরহাটের ইকবাল আড়তারের মালিকানা এফবি আল-ছত্তারসহ ১৮ জেলে এবং তার কিছুক্ষণ পরই পার্শ্ববর্তী পিরোজপুরের নিমাই বাবুর মালিকানা এফবি পূর্ণিমা ট্রলারসহ ১৭জন জেলে ডুবে যায়। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ট্রলার ও জেলেদের সন্ধান পাওয়া যায়নি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *