May 13, 2024
আঞ্চলিক

মোল্লাহাটে চিংড়িতে জেলি পুশ করার অভিযোগ

ভ্রাম্যমান প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলার মোল্লাহাট থানার ৫নং গাওলা ইউনিয়নের নাশুখালি বাজার, গাংনী বাজার, বড়ঘাট বাজার, ঘাটবিলা, চিংড়ি মাছে চলছে অবৈধ জেলী পুস। যা খেলে মানব দেহে ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। দেশের চিংড়ি শিল্পকে ধংসের পথে নামিয়ে দিচ্ছে কিছু অসৎ চিংড়ি ব্যবসায়ীগণ।

ফলে চিংড়ি চাষিরা যেমন ক্ষকিগ্রস্থ হচ্ছে তেমনি বৈদেশীক মুদ্রা থেকেও বঞ্চিত হচ্ছে দেশ। এর প্রতিকার চায় এলাকার সাধারণ চিংড়ি চাষীরা। এই বিষয়টি মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। বর্তমান সময়ে নতুন চিংড়ি বাজারে আসায় এই অসাধু ব্যবসায়ীরা ফলতিতা মৎস্য আড়ত থেকে মাছ ক্রয় করে, বড়ঘাটের গোরস্থানের পাশে মোল্লাহাটের সবচেয়ে বেশি ক্ষতিকর জেলি পুশ করে এখানকার অসৎ মৎস্য ব্যবসায়ীরা।

এই অসৎ চিংড়ি ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে এলাকার চিংড়ি চাষীদের প্রাণের দাবি। এ ধরনের কাজ আইনের চোখে দÐনীয় অপরাধ, ভোক্তা অধিকারসহ সকল আইন প্রয়োগকারী সংস্থার কাছে এলাকার চিংড়ি চাষিদের দাবি এই অবৈধ ব্যবসায়ীদের যেন চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *