May 6, 2024
জাতীয়

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৪০) মারা গেছেন। মৃতের নাম-ঠিকানা পুলিশ এখনো জানতে পারেনি।

রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড সাহারা বটতলা নামক রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি মোবাইলে কথা বলতে বলতে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় আশপাশের লোকজন অজ্ঞাত ওই ব্যক্তিকে চিৎকার করে ডেকে ট্রেন আসছে বলে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু তিনি মোবাইলে কথা বলতে থাকায় তা শুনতে পাননি।

এদিকে, মৃত ব্যক্তির মোবাইলটি ভেঙেচুরে গেলেও সিমটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ওই সিমে যোগাযোগ করে তার ঠিকানা জানার চেষ্টা চলছে। মৃত ব্যক্তির পরনে শার্ট-প্যান্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *