May 6, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

নগরীতে স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ, স্বামী আটক

দ. প্রতিবেদক
নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালিতে অনন্ত চৌধুরী হীরা (২৮) নামে এক গৃহবধূকে হত্যার ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী এম কে আই জিসানকে আটক করেছে পুলিশ।
মৃত হীরার পিতা ফুলতলা উপজেলার দামোদর এলাকার আমির হোসেন জানান, মশিয়ালি গ্রামের মৃত নুরুল হকের পুত্র জিসান এর সাথে প্রায় ৯ বছর আগে বিবাহ হয় হীরার। বিয়ের পর থেকে স্বামী জিসান বিভিন্ন সময়ে অমানুষিক নির্যাতন করতো। এ ঘটনায় খানজাহান আলী থানায় একাধিক বার জিডি ও অভিযোগ করা হয়। কিন্তু হীরা তার ছোট ২টি বাচ্চা মরিয়ম (১০) তামিম মোহাম্মাদ (৫) এর কথা ভেবে স্বামীর নির্যাতন মেনে নিয়ে সংসার করছিলো।
হীরার ননদ মিম জানান, মঙ্গলবার রাতে হীরার স্বামীর মোবাইলে একাধিকবার ফোন দিই, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। পুনরায় সকালে ফোন দিলে হীরার স্বামী মোবাইল রিসিভ করে। এ সময় তার কাছে হীরা কেমন আছে জানতে চাইলে বলে সে বাড়িতে নেই, কোথায় গেছে খুঁজে পাচ্ছিনা। এ কথা বলার পর পাশে থাকা হীরার ছোট ছেলে তামিম বলে মা তো মারা গেছে, মোবাইলে এটা শোনার পর আমার শ্বশুরসহ আমরা মশিয়ালিতে গিয়ে দেখি তার স্বামী ঘরে রয়েছে। পার্শবর্তী ঘরে গিয়ে দেখে ঘরের আঁড়ার সাথে হীরার গলায় ওড়না প্যাচানো লাশ ঝুলানো রয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্বামী জিসানকে আটক করে। সুরতহাল রিপোর্ট শেষে লাশের ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হীরার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *