April 20, 2024
জাতীয়

ছাত্রদলের কার্যক্রমের উপর আদালতের স্থগিতাদেশ

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের উপর অন্তর্র্বতীকালীন স্থগিতাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বর্তমান কমিটির কার্যক্রমের বৈধতা প্রশ্নে আগামী সাত দিনের মধ্যে ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল সোমবার ঢাকার সিনিয়র ৪র্থ সহকারী জেলা জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বিথী এ আদেশ দেন।

ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে এ মামলায় পক্ষভূক্ত করার আবেদন করেন মামলার বাদী। একইসঙ্গে নতুন কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর পাশাপাশি কমিটির কার্যক্রমের উপর স্থগিতাদেশ চাওয়া হয়। আদালত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে পক্ষভূক্ত করার আবেদন গ্রহণ করে কমিটির কার্যক্রমের উপর অন্তর্র্বতীকালীন স্থগিতাদেশ দেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলের উপর স্থগিতাদেশ দেন একই আদালত। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগ এনে সংগঠনটির সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল­াহ আমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই স্থগিতাদেশ দিয়েছিলেন। এছাড়াও ছাত্রদলের কাউন্সিলে বিএনপির মহাসচিবসহ ১০ দায়িত্বপ্রাপ্ত নেতার সম্পৃক্ততার বিষয়ে কারণ দর্শাতে বলা হয়।

আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে মির্জা আব্বাস ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। দীর্ঘ ২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন, আর সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

মোট ৫৩৩ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৮১টি। এর মধ্যে ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন খোকন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮। অন্যদিকে, ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৬ ভোট।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *