April 27, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

‘উগ্রজঙ্গি মৌলবাদী রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষকে পুঁজি করছে বিএনপি-জামায়াত’

বিক্ষোভ সমাবেশে নগর আওয়ামী লীগ সভাপতি

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিশ্বের সকল ইসলামী দেশে তাদের বাদশা বা অন্য কোন নান্দনিক ভাস্কর্য রয়েছে। এমনকি ইসলামের বিদ্যাপিঠ সৌদি আরবের জেদ্দায় নর ও নারীর ভাস্কর্য, টাকায় বাদশার ছবি রয়েছে। অথচ বাংলাদেশে বঙ্গবন্ধু’র ভাস্কর্য বা টাকায় ছবি হলেই তাতে নানাবিধ ষড়যন্ত্র হতে থাকে।
তিনি বলেন, ৭১-এর পরাজিত শত্রু পাকিদের দোসর ও ৭৫-এর খুনীরা বাংলাদেশকে পিছিয়ে দিতে এই ধরনের পৈশাচিক ধ্বংসাত্মক অপকর্মে লিপ্ত হয়েছে। এদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জামায়াত বিএনপি সরকারের বিরুদ্ধে কোন ইস্যু না পেয়ে নিজেরাই আগুন লাগিয়ে এবং ভাংচুর করে দেশকে অশান্ত করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তারা পশ্চাৎপদ এবং উগ্রজঙ্গী মৌলবাদী রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষকে পুঁজি করছে।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে সাধারণ মানুষের কাছে কুলষিত করার অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। সমাবেশে ভাংচুরকারী ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয় চত্বরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য্য ভাংচুরের প্রতিবাদে এবং ভাংচুরকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন সদর থানা আ’লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, নগর মহিলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী, নগর যুবলীগ আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মো. শহিদুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মো. শামীম, মোজাম্মেল হক হাওলাদার, মো. সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, শেখ মো. আবু হানিফ, বাবুল সরদার বাদল, এ্যাড. শেখ ফারুক হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, অহিদুল ইসলাম পলাশ, আজম খান, শেখ আব্দুল কাদের, আউয়াল হোসেন ছোটন, নুরজাহান রুমি, নূরীনা রহমান বিউটি, মো. কামরুল ইসলাম, কাজী কামাল হোসেন, মো. শওকাত হোসেন, তাজুল ইসলাম, রোজী ইসলাম নদী, আব্দুল মালেক, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আলী হোসেন, সোহেল বিশ্বাস, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জাহির আব্বাস, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, ওমর কামাল, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
অনুরূপ কর্মসূচি করেছে খালিশপুর থানা আওয়ামী লীগ। বাদ মাগরিব খালিশপুর পিপলস মোড় হতে এক বিশাল মিছিল শুরু করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সরদার মোতাহার উদ্দিন, কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মো. জাকির হোসেন, আব্দুস সাত্তার লিটন, জিয়াউল আলম খান খোকন, ইমরুল হাসান, শেখ সেলিম আহমেদ, স. ম মঞ্জুরুল আলম মঞ্জু, মুজিবুর রহমান মুজিব, ওবায়েদুর রহমান ডাবলু, আব্দুল মজিদ বকুল, তরিকুল ইসলাম, মুরাদ হোসেন, মাসুদ শেখসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *