April 25, 2024
খেলাধুলা

সেমির তিন স্থানের লড়াইয়ে ৬ দল, লড়ছে বাংলাদেশও

 

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে চলে এসেছে পাকিস্তান। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনাল যাওয়া একটু কঠিন করে ফেলেছে নিউজিল্যান্ড। অবস্থা এমনই যে, শেষ চারে যেতে পারে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড এমনকি শ্রীলঙ্কাও। এক কথায় বিশ্বকাপের শেষ ম্যাচগুলো যেন হয়ে উঠেছে সত্যিকারের রোমাঞ্চকর যুদ্ধ।

প্রথম দল হিসেবে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন অবধি শুধু ভারতের কাছেই হেরেছে। বাকি ৭ ম্যাচে জিতে ১৪ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। হাতে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরো একটি ম্যাচ।

বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের ৬ নাম্বরে। সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে নিজেদের শেষ দু’টি ম্যাচে জিতে অপেক্ষা করতে হবে ইংল্যান্ডের হারের। এক ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়েও তারা সেমিফাইনালে যেতে পারে। তবে তার হিসেব অবশ্য অনেক যদি কিন্তু ওপর নির্ভর।

পাকিস্তানের রয়েছে ৮ ম্যাচে ৯ পয়েন্ট। ৫ জুলাই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে সেই ম্যাচে জিততেই হবে সরফরাজের দলকে। তবে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে আয়োজক দেশ ইংল্যান্ডের দিকেও। পাকিস্তানের সেমিফাইনালের টিকিট পাকা করতে শেষ দু’টি ম্যাচের অন্তত একটিতে হারতেই হবে ইংল্যান্ডকে। যদি তারা শেষ দু’টি ম্যাচে জিতে যায়, তাহলেও সামান্য সুযোগ থাকবে পাকিস্তানের। তখন আসবে নেট রান রেটের অঙ্ক। বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে বাড়াতে হবে রান রেট।

স্বাগতিক ইংল্যান্ডের বাকি দু’টি ম্যাচ ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচেই জয় তুলে নিতে পারলে ইংল্যান্ডের অঙ্ক অনেক সোজা হয়ে যাবে। কিন্তু দু’টি ম্যাচেই যদি তারা হেরে যায়, তাহলে তাদের আশা শেষ। আর একটা ম্যাচে হারলে চলে আসবে জটিল অঙ্ক। তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের দিকে।

এদিকে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের সেমিফাইনালে যাওয়ার আশা দেখতে পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হেরে তাদের এখন সেমিফাইনালে যাওয়ার পথ সব থেকে কঠিন। শুধু নিজেদের জয় নয়, তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, ভারতের কাছে বাংলাদেশের হার এবং ইংল্যান্ডের সব ম্যাচে হারের দিকে।

আর ভারতের সেমিফাইনালে যাওয়া প্রায় একপ্রকার নিশ্চিতই। শেষ তিনটি ম্যাচের যেকোনো একটিতে জিতলেই তারা সরাসরি পৌঁছে যাবে সেমিফাইনালে। বিশ্বকাপের সব চেয়ে বড় অঘটন সেটাই হবে যদি দারুণ ফর্মে থাকা বিরাটবাহিনী তাদের এই তিন ম্যাচেই হেরে যায়। অবশ্য নেট রান রেটের ভিত্তিতেও তারা পৌঁছে যেতে পারে শেষ চারে।

দুরন্ত ফর্মে থাকা নিউজল্যান্ডের শেষ চারে যাওয়ার পথে হঠাৎ কাঁটা ছড়িয়ে দিয়েছে অজিরা। তবে শেষ ম্যাচে জিতলেই ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিন্তে চলে যাবে নকআউটে। হেরে গেলে যদিও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। তবে ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে নিউজিল্যান্ড সেমিফাইনালে যাচ্ছেই।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *