April 16, 2024
আঞ্চলিক

গিলাতলা-বারাকপুর খেয়াঘাট সড়কের বেহালদশা, সংস্কার দাবি এলাকাবাসীর

 

দ: প্রতিবেদক

খুলনার খাজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া ৬নং ওয়ার্ডের বারাকপুর খেয়াঘাট সড়কের বেহালদশা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কের প্রায় সব জায়গাতে খানা খন্দে ভরা থাকলেও রাস্তাটি সংস্কারের কোন মাথা ব্যাথা নেই কর্তৃপক্ষের এতেকরে এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার মানুষের দুর্ভোগের শেষ নেই বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ সাদা মাছের পোনা এঘাট দিয়েই পার হয়।

নদীর অপর প্রান্ত দিঘলিয়া উপজেলার বারাকপুর, লাখোহাটি, নন্দনপ্রতাপ এলাকা থেকে স্কুল কলেজের শিক্ষার্থীদের এই পথে চলতে ভোগান্তির শেষ নেই। শিরোমণি থেকে বারাকপুর ঘাটে শতাধিক ভ্যান চলে। ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ রফিক জানান রাস্তা খারাপ হওয়ায় আগের মত যাত্রী হয়না এঘাট দিয়ে। যাত্রী কম হওয়ায় তাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে।

বারাকপুর খেয়াঘাটের টোল আদায়কারী হাসান শেখ বলেন, রাস্তা খারাপ হওয়ায় লোক পারাপার কমেছে এঘাট দিয়ে। অন্য ঘাটদিয়ে পার হয় জনসাধারণ।

এদিকে গতকাল সরজমিনে গিয়ে দেখা যায় ভ্যান চালকেরা নিজেরা চাঁদা তুলে ইট, বালু, সিমেন্ট দিয়ে খানা খন্দে ভরা সড়কটি মেরামতের চেষ্টা করছে। প্রশ্ন হল ভ্যান চালকদের টাকায় কতটুকু মেরামত করা সম্ভব জনগুরুত্ব পূর্ণ এ সড়কটির ? এবিষয়ে পত্রিকায় একাধিকবার লেখালেখি হলেও টনক নড়ছেনা সংশ্লিষ্ট মহলের। ঘাট পারাপাররত যাত্রী, ভ্যানচালক, নৌকার মাঝিসহ এলাকাবাসী এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *