July 27, 2024
জাতীয়

সু-প্রভাতের সেই চালক ৭ দিন রিমান্ডে

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেয়া সু-প্রভাত বাসের সেই চালক সিরাজুল ইসলাম(২৪)কে রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত সিরাজুল ইসলামের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম বুধবার বিকেল ৩টার দিকে সিরাজুলকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করেন। উলে­খ্য, মঙ্গলবার সকাল ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে সু-প্রভাত কোম্পানির একটি বাসের (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন।

 

এরপর শিক্ষার্থী রাস্তায় নেমে এসে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা আট দফা দাবি ঘোষণা করেন।

সন্ধ্যার ৬টার দিকে আন্দোলন স্থগিত ঘোষণা করে আজ সকাল ৮টা থেকে ফের আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেও রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *