April 25, 2024
জাতীয়

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোট কমেছে

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

উপজেলা ভোটের দ্বিতীয় ধাপের চেয়ারম্যান পদে ৪১ শতাংশ ভোট পড়েছে, যা প্রথম ধাপের চেয়ে কম। সোমবার দেশের ১৫ জেলার ১১৬ উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বুধবার জানান, এ ধাপে চেয়ারম্যান পদে গড় ভোটের হার ৪১.২৫ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ৭৯.৬৭ শতাংশ ভোট পড়েছে খাগড়াছড়ির মহালছড়িতে; সর্বনিম্ন ভোটের হার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ৮.৬৩ শতাংশ।

গত ১০ মার্চ প্রথম ধাপে চেয়ারম্যান পদে গড়ে ৪৩.৩২ শতাংশ ভোট পড়েছিল। রাজশাহীর বাগমারায় সর্বনিম্ন ১৩.১৯ শতাংশ এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সর্বোচ্চ ৭১.১৬ শতাংশ ভোট পড়ে প্রধম ধাপে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৪ মার্চ তৃতীয় ধাপে; ৩১ মার্চ চতুর্থ ধাপে এবং ১৮ জুন পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে। প্রথম দুই ধাপে ভোটারদের তুলনামুলক কম উপস্থিতির কারণে স্থানীয় সরকারের এ নির্বাচনে ভোটের উত্তাপ সেভাবে দেখা যায়নি।

বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনে এবারের উপজেলা নির্বাচন জৌলুসহীন হয়ে পড়েছে বলে খোদ একজন নির্বাচন কমিশনারের কাছ থেকেই মন্তব্য এসেছে। ২০১৪ সালে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ৬১ শতাংশ ভোট পড়েছিল। ২০০৯ সালে ভোটের হার ছিল ৬৭ দশমিক ৬৯ শতাংশ।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৭৪ জন নির্বাচিত হয়েছেন; এর মধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন ২৩ জন। এ ধাপে জাতীয় পার্টির ২ জন ও স্বতন্ত্র ৩৮ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৫৮ জন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনয়নে; এর মধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় ১৬ জন নির্বাচিত হন। ২৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থীরা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *