May 4, 2024
আঞ্চলিককরোনাবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় আরও একটি করোনা হাসপাতাল ও পিসিআর ল্যাব স্থাপন করতে হবে

খবর বিজ্ঞপ্তি
খুলনায় জনগণের চাহিদা অনুসারে করোনা ভাইরাসের অপর্যাপ্ত নমুনা সংগ্রহ, শনাক্ত ও পরবর্তীতে এর রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে যে অনিশ্চয়তার কারণে জনগণের ভোগান্তির অবসান কল্পে আর একটি পিসিআর ল্যাব এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহসহ আরও একটি ডেডিকেটেট করোনা হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জনউদ্যোগ, খুলনার উদ্যোগে আজ বুধবার বেলা ১১টায় নগরীর শহীদ ডা: মিলন চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি ডা: শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক নেতা ও কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আফম মহসীন, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সমন্বয়কারী এ্যাড. মোমিনুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, সিপিবি’রজেলা কমিটির সদস্য মিজানুর রহমান বাবু, বাসদের সমন্বয়কারি জনার্দন নান্টু, গণসংহতি আন্দোলনের আহবায়ক মনির হোসেন চৌধুরী, নিরাপদ সড়ক চাই’র আহ্বায়ক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সম্মিলিত বিরোধী জোটের এম এ কাশেম, আগুয়ান ৭১ এর সভাপতি মো: আব্দুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির শাহ লায়েকউল্লাহ, ক্ষুধা মুক্ত আন্দোলন এর আহসান হাবিব, সোনালী প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত আরা হীরা, সম্মিলিত রাইটার্স ফোরামের নূরুন নাহান হীরা, খোন্দকার হুমায়ুন কবির, নান্দিক একাডেমীর জেসমিন জামান, মাসাসের কৃষ্ণা দাস, রূপসার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, আব্দুল হালিম, সঞ্জয় কুমার মল্লিক, মো: রেজাউল করিম, জান্নাতুল আক্তার দোলন, আজিজুর রহমান, কাকলী আক্তার, সুরাইয়া আক্তার, আবিদ শান্ত, মুশফিক আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, নগরীতে করোনা ভাইরাসের রিপোর্ট নিয়ে জনগণকে পরতে হচ্ছে বিপাকে। সময়মত রিপোর্ট পাচ্ছে না, কারোর রিপোর্ট আবার তারা জানতেও পারছে না। এভাবে ঝুঁকির মধ্যে কাটছে নগরবাসী । এ থেকে পরিত্রাণ চায়। করোনা হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমত না হওয়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। হাসপাতালে আসন সংখ্যা সীমিত হওয়ায় সংকট বাড়ছে। লাইসেন্সবিহীন অসংখ্য ক্লিনিক নগরীতে চলছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য যে যন্ত্রপাতি তাও অধিকাংশ জায়গায় মেয়াদ উর্ত্তীণ যন্ত্রপাতি দিয়ে চলছে। বক্তারা স্বাস্থ্যখাতে এ অনিয়ম দূর করতে কঠোর আইন প্রণয়নের দাবী জানান।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *