May 4, 2024
আঞ্চলিককরোনালেটেস্টশিক্ষাশীর্ষ সংবাদ

খুবিতে করোনা টেস্টে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তাব সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন

দ. প্রতিবেদক
বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে কোভিড-১৯ পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বহুমুখী গবেষণা সুবিধার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি সতন্ত্র অত্যাধুনিক আরটি-পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তাব সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ২০৬ তম সভায় সর্বসম্মতভাবে এ অনুমোদন দেওয়া হয়।
এর ফলে দ্রুত সময়ের মধ্যে ল্যাবটি স্থাপন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এ সভায় অনলাইনে থিসিস জমা দান এবং জমাদানকৃত থিসিস মূল্যায়ণে একাডেমিক কাউন্সিলের সুপারিশও অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বর্তমান করোনাকালীন অনলাইনে শিক্ষাকার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা অনলাইনেই তাদের থিসিস জমা ও ডিফেন্স দিতে পারবে। এ সুবিধা করোনোত্তর কালেও বলবৎ থাকবে।
সিন্ডিকেট সভার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের নতুন কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভার শুরুতে করোনা পরিস্থিতিকালীন এবং সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রফেসর, সাবেক একজন উপাচার্য, একজন সিন্ডিকেট সদস্যসহ দেশের একজন মন্ত্রী, দুজন জাতীয় অধ্যাপক ও বিশিষ্টজন যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরাসহ সকলের স্মরণে এক শোকপ্রস্তাব গৃহীত হয়।
এদিকে আজ দুপুরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব এর বেদী সংলগ্ন এলাকায় তিনি একটি কাঠ গোলাপের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ক্যাম্পাস সৌন্দর্যবর্ধণ কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস, ছাত্র-বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব উপ- রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদী, সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার কৃষ্ণপদ দাস, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) উপ-রেজিস্ট্রার মোঃ শামীম-ই জামানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *