May 3, 2024
আঞ্চলিক

’৭৫ পরবর্তী দুঃসময়ে আ’লীগের কাণ্ডারি ছিলেন শেখ রিজিয়া নাসের : সিটি মেয়র

 

খুলনায় নানা আয়োজনে প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

 

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল- শোক সভা, দোয়া মাহফিল, এতিম শিশু ও অসহায়দের মাঝে রান্না করা খাবার এবং নতুন পোশাক বিতরণ।

বাদ আসর মরহুমা রাজিয়া নাসের এর আত্মার শান্তি কামনা করে নগরীর শেরে বাংলা রোডস্থ তাঁর নিজ বাড়িতে দোয়ার আয়োজন করা হয়। এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল তাঁর মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র ও নগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, আ’লীগ নেতা কাজী এনায়েত হোসেন, শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, ফারুক হাসান হিটলু, হাফেজ মোঃ শামীম, এ্যাডঃ আনিসুর রহমান পপলু, আকিল উদ্দিন, সোনাডাঙ্গা থানা আ’লীগ নেতা সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, তসলিম আহম্মেদ আশা, নগর যুবলীগের আহŸায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুল রহমান রাসেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নগর আ’লীগ : নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ’৭৫ পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের কাÐারি ছিলেন শেখ রিজিয়া নাসের। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্র বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। হত্যার পরে শেখ নাসের পরিবারের সদস্যদেরকেও হত্যার ব্যর্থ চেষ্টা করা হয়। তাদেরকে হত্যা করতে না পেরে সামাজিকভাবে নানা ধরনের নির্যাতন চালানো হয়। অসহ্য নির্যাতনের পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জে যান। সেখানেও নির্যাতন চালানো হয়। এরপরে রিজিয়া নাসের সন্তান সন্তানাদিদের নিয়ে পাবনায় চলে যান। সেখানে থেকে শেখ হেলাল উদ্দিন ক্যাডেট কলেজে পড়াশোনা করতেন। শেখ হেলালকে হত্যার উদ্দেশ্যে কলেজের প্রিন্সিপালকে চাপ সৃষ্টি করা হয়। সেখানে প্রিন্সিপাল কোন ভয়ের কাছে মাথা নত করেন নি। তিনি শেখ হেলালকে রক্ষা করেন। এত সব নির্যাতনকে শেখ রিজিয়া নাসের অত্যন্ত বিচক্ষণতার সাথে মোকাবেলা করেছেন। পরবর্তীতে তিনি খুলনায় এসে আওয়ামী লীগকে অত্যন্ত সুকৌশলে নেতৃবৃন্দকে নিয়ে সুসংগঠিত করেন। তিনি এভাবেই নিজের সংসার এবং দলকে রক্ষা করেছেন। তাঁর ত্যাগ আজ আমাদের এবং এ অঞ্চলকে সমৃদ্ধ করেছে। তাঁর এই ত্যাগকে সামনে নিয়ে সকলকে সংগঠন করতে হবে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন হবে।

গতকাল মঙ্গলবার বাদ মাগরিব নগর আ’লীগ আয়োজিত শেখ রিজিয়া নাসেরের ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। সভা পরিচালনা করেন নগর আ’লীগ দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীরমুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, অধ্যা. রুনু ইকবাল, তসলিম আহমেদ আশা, বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, এস এম আকিল উদ্দিন, বিএম জাফর এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এ্যাড. একেএম শাহজাহান কচি, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান  রাসেল, মো. মোক্তার হোসেন, তোতা মিয়া ব্যাপারি, আলী আকবর মাতুব্বর, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শেখ আব্দুল আজিজ, বাদল সরদার বাবুল, মো: জাহিদুল হক, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, মো. শিহাব উদ্দিন, মীর মো. লিটন, মো. জাকির হোসেন, ওয়াহিদুল ইসলাম পলাশ, হাবিবুর রহমান দুলাল, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, মো. শওকাত হোসেন, আব্দুল কাদের শেখ, রোজি ইসলাম নদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ. খ. ম. জাকারিয়া ও নগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রহীম খান। এর আগে দলীয় কার্যালয়ে কোরআন খানি অনুষ্ঠিত হয়।

জেলা আ’লীগ : বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকী জেলা আ’লীগের উদ্যোগে বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড. কাজী বাদশা মিয়া, এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, মোস্তফা কামাল খোকন, অধ্যাঃ এ্যাড. নিমাই চন্দ্র রায়, মোঃ রফিকুর রহমান রিপন, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, জোবায়ের আহম্মেদ খান জবা, এম এ রিয়াজ কচি, এ্যাড. নব কুমার চক্রবর্তী, শ্রীমন্ত অধিকারী রাহুল, তারিক হাসান মিন্টু, কাজী শামীম আহসান, মোজাফফর মোল্যা, মোকলেসুর রহমান বাবলু, মোঃ খায়রুল আলম, অসিত বরণ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন মুকুল, ফারহানা হালিম, শিউলি সরোয়ার, অমিয় অধিকারী, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, হোসনে আরা চম্পা, নাজনীন নাহার কনা, অধ্যাঃ আশরাফুজ্জামান বাবুল, মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, আজিজুর রহমান রাসেল, খান সাইফুল ইসলাম, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. জেসমিন পারভিন জলি, এ্যাড. মাহমুদা ফারজানা সেতু, মমতাজ শিরিন ময়না, অজিত বিশ্বাস, দেব দুলাল বাড়ই বাপ্পি, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, এ্যাড. আক্তরুননেছা তিতাস, শিউলি বিশ্বাস, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, শেখ মনিরুল ইসলাম, মারুফ হোসেন, বাধন হালদার, নাজমুল বাশার, মাইনুল ইসলাম মঈন, খাইরুল বাশার, সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ, স্বাধীন প্রমুখ।

আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অপরদিকে বেলা সাড়ে ৩টায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী তার ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে শাড়ি ও বস্ত্র বিতরণ করেন।

খুলনা কৃষি বিশ^বিদ্যালয় : বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অস্থায়ী ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান, ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার, শিক্ষক সমিতির আহŸায়ক ড. মোঃ তসলিম হোসেন, নীল দলের সভাপতি ডাঃ মোহাম্মদ আশিকুল আলম, শিক্ষক সমিতির সদস্য সচিব ড. এম এ হান্নান, নীল দলের সাধারণ সম্পাদক ড. মোঃ নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

নগর মহিলা আ’লীগ : শেখ রিজিয়া নাসেরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে নগর মহিলা আওয়ামী লীগ। বাদ আছর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি রেহানা গাজী। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান শিল্পীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আ’লীগ নেতা কাউন্সিলর মাহমুদা বেগম, সুলতানা আহমেদ শিখা, লিপি বেগম, বিনু আহমেদ, নুর জাহান রুমী, মুক্তা আক্তার, দিপ্তী বিশ্বাস, সাহানাজ বেগম, তাসলিমা আক্তার, কাউন্সিলর কনিকা সাহা, রেজওয়ানা প্রধান, হাসিনা বেগম, রেখা খানম, নাসরিন সুলতানা, ফেরদৌসি আলম রীতা, নাসরিন কাজী, সাবনম সাবা, ফরিদা চৌধুরী, শিউলি, এ্যাড. রোজিনা, সাবিয়া ইসলাম আঙ্গুরা, মনোয়ারা বেগম, কবিতা আহম্মেদ, জাহানারা সিরাজ, সাহানা বানু, মেহেজাবীন, লিমা, জোৎ¯œা রিনা, জলি আক্তার, বিনু আহমেদ, নাদিরাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নগর যুবলীগ : বাদ যোহর নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে নগর যুবলীগের উদ্যোগে দোয়া ও শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় উপস্থিত ছিলেন সিটি মেয়র ও নগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আ’লীগ নেতা শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, জাহাঙ্গীর আলম খান, মাহাবুব আলম সোহাগ, হাফেজ মোঃ শামিম, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সাবেক যুবনেতা আমির হোসেন,মুন্সি নাহিদুজ্জামান, জাহিদুর রহমান খলিফা, শাকিল মালিক, জেলা পরিশদের প্যানেল চেয়ারম্যান চৌধূরী রয়হান ফরিদ, নগর যুবলীগের নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, কাজি কামাল হোসেন, শেখ মোহাম্মদ আলী, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মোস্তফা শিকদার, কজি ইব্রাহিম মার্সাল, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রাশেদ, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, ওয়ার্ড যুবলীগ নেতা হাসান শেখ, মাসুম উর রশিদ প্রমুখ।

এছাড়াও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর উদ্যোগে নগরীর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় রান্না করা খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং বাদ যোহর নগরীর ৩১টি ওয়ার্ড ও ৫টি থানায় যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নগর ছাত্রলীগ : বেগম রিজিয়া নাসের এঁর ১ম মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার মাহফিরাত কামনা করে গতকাল মঙ্গলবার বাদ যোহর শঙ্খমার্কেটস্থ আজমিরী জামে মসজিদে নগর ছাত্রলীগের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আ’লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মুন্সি মাহবুব আলম সোহাগ, জাহাঙ্গীর আলম খান, হাফেজ মোঃ শামীম, নগর যুবলীগের আহŸায়ক সফিকুর রহমান পলাশ, জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ, নগর ছাত্রলীগের সভাপতি শাহজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ, কাজি কামাল হোসেন, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহিন, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রাশেদ, নগর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল বিশ্বাস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, রনবীর বাড়ৈ সজল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন মোল্যা, পাপ্পু সরকার, মেহেদী হাসান সুজন, মাহমুদুল ইসলাম সুজন, শেখ সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান হোসেন শাওন, তাজেদুল ইসলাম তাজ, ইবনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস, মোঃ আব্দুল কাদির সৈকত, হিরণ হাওলাদার, তরিকুল ইসলাম তুফান, শেখ মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, নগর ছাত্রনেতা আহনাফ অর্পণ, মশিউর রহমান বাদশা, শাহ্ আরাফাত রাহীব, শংকর কুন্ডু, সৈকত দাশ, প্রিতম সাহা, রুমান আহম্মেদ, সাইফুল ইসলাম মিরাজ, পল্লব হাসান, হাসান শেখ, আবিদ আল হাসান, রায়হান শিকদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন খুলনা খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া। দোয়া ও মিলাদ মাহফিল শেষে দলীয় কার্যালয় চত্ত¡রে অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবা : বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে গতকাল মঙ্গলবার আহসান আহমেদ রোডে দিনব্যাপী খতমে কোরআন, দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ কামরুজ্জামান জামালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান  আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আ’লীগের সহ-সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মিন্টু, জেলা আ’লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, আ’লীগ নেতা এ্যাড. নবকুমার চক্রবর্তী, এ্যাড. শাহ আলম, হাফেজ মোঃ শামীম, জাহাঙ্গীর হোসেন মুকুল, পাপিয়া সরোয়ার শিউলি. মোঃ জামিল খান।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, মোঃ কামরুল ইসলাম, জলিল তালুকদার, শাকিল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিধান চন্দ্র রায়, জেলা তাঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরক, রাফেল হোসেন বাবু, তালিউর রহমান সানি, কবির আহমেদ মনা, বিবেকানন্দ রায়, বদরুল আলম তয়ন, মোঃ ফারুক হোসেন, তারেক আজিজ, বিকাশ হালদার, চঞ্চল রায়, বিপ্লব মন্ডল, নাঈম ইসলাম, ছাত্রনেতা আমির মোমেনিন রানা, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, আরিফুল ইসলাম কাজল, চিশতি নাজমুল বাসার, মোঃ কবিরুল ইসলাম, আব্দুর রহমান, মফিজুর রহমান মুন্না, আবু আহাদ বাবু, শেখ হুসাইন আহমেদ, আবিদ হাসান ফাহিম, অয়ন, ইমন প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক লীগ : রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব দাস এর সঞ্চালনায় দুপুরে এবং বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সন্ধায় রূপসা ও বটিয়াঘাটায় কোরআনখানি, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সাবেক যুগ্ম-আহŸবায়ক মোতালেব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিএম মিলন, মোঃ খলিলুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ ফেরদাউস রহমান, মঈনউদ্দীন মাসুদ রানা, জিহাদুল চৌধুরী মিলন, এমদাদুল হক সুমন, শেখ আলী রেজা, মোঃ ওয়াহিদুজ্জামান, আল মাহমুদ প্রিন্স, আনসার আলী বাদল, মোঃ আজিজ মিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, আবু হাফিজ বাবু, মিরাজুল ইসলাম, অরিন্দম গোলদার, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ মারুফ হোসেন, ইমরান হোসেন জাকি, মৃণাল কান্তি বাছাড়, সুরজিৎ মন্ডল, বাধন হালদার, শেখ মোহাম্মদ রাসেল, আবু সালেহ বাবু, হামিম কবির, এইচ এম কামাল, শেখ রায়হান মুন্না, জাহিদ খান, জ্যাকি ইসলাম সজল, কামরুল ইসলাম, হাসানুজ্জামান, মুসা মোল্লা, সোহেল পারভেজ, আব্দুল জব্বার, নিজামুদ্দিন, অমিত মজুমদার, সিদ্দিক চৌধুরী, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, আরিফ তালুকদার, হেদায়েত মল্লিক, আলি আহম্মেদ, আকুঞ্জি, লিটন রায়, খলিলুর রহমান ইব্রাহিম হোসেন, শফিকুজ্জামান বুলু প্রমুখ। উপজেলাসমূহে অনুরূপ কর্মসূচি পালিত হয়।

১৭নং ওয়ার্ড যুবলীগ : বেগম রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর রুহের মাগফিরাত কামনা ও খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহŸায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের মা রিজিয়া শহীদ এর আশু রোগমুক্তি কামনায় ১৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নিউমার্কেট ঝিনুক হল চত্বরে গতকাল মঙ্গলবার বাদ মাগরিব এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, আ’লীগ নেতা শেখ কুদ্দুস হোসেন, নগর যুবলীগের সদস্য মোস্তফা শিকদার, ওয়ার্ড যুবলীগ নেতা রকিবুল ইসলাম বিপ্লব, যুবলীগ নেতা হাসান মাহফুজ, হানিফ শেখ, সৈয়দ মানিক, মোবারেক হোসেন, মোঃ মামুন, সুমন, লিটন, তুহিন, খালেক রাজু, হাসিবুর রহমান, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ ইসলাম সুজন, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিব, কাশেম ফরাজী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড যুবলীগ নেতা জালাল মৃধা। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম।

খুলনা ডায়াবেটিক সমিতি : মহীয়সী নারী বেগম রিজিয়া নাসের এর ১ম মৃত্যুবার্ষিকীতে ডায়াবেটিক সমিতি খুলনা, ২২ স্যার ইকবাল রোডস্থ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সমিতির সদস্য সচিব এ্যাড. রজব আলী সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডায়াবেটিক সমিতি খুলনার আহŸায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান মিজান। আলোচনা করেন ডায়াবেটিক সমিতি খুলনা আহবায়ক কমিটির সদস্য ও চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মফিদুল ইসলাম টুটুল।

আলোচনায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাব সভাপতি এস এম জাহিদ হোসেন, এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা, মোঃ শাহ আলম, আসাদুজ্জামান রিয়াজ, মোঃ সেলিম, আলী আবরার, মোঃ জামাল ভূইয়া। উপস্থিত ছিলেন আজীবন সদস্য শেখ এশারুল হক, মোঃ আলমগীর সর্দার ও ডাঃ মোঃ জাহিদুল হাসান, ডাঃ রেবা মজুমদার, ডাঃ দীনবন্ধু মন্ডল, মোঃ নূরুজ্জামান শেখ ও গোপাল চন্দ্র সাহা প্রমুখ।

জেলা ছাত্রলীগ : বেগম রিজিয়া নাসের এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের পরিচালনায় এস এম মোস্তাফা রশিদী সুজা মডেল মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করা হয়।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমির মোমেন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান তানভীর, কাজী নাজিম, আরিফুল ইসলাম কাজল এছাড়াও আরো উপস্থিত ছিলেন আব্দুর রহমান, মোঃ রাসেল, মোঃ মোফিজুর রহমান মুন্না, মিঠুন সরদার, রায়হান জামান অয়ন, আবিদ হাসান ফাহিম, হুমায়ুন কবীর, শাওন মন্ডল, রাহাত বিশ্বাস, গাজী প্রতীক, আবীর ফারহান ইশরাত প্রমুখ।

নৌ-পরিবহন মালিক গ্রæপ : বেগম রিজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাগরিব বাদ ৬টায় নৌ-পরিবহন মালিক গ্রæপের কার্য্যালয়ে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রæপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র গ্রæপের সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, মো: হাফিজুল ইসলাম চন্দন ও মো: কাজী গোলাম ফারুক, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, পরিচালক এস, এম আকবার হোসেন, মো: খুরশিদ আলম কাগজি মিন্টু, মো: আব্দুল গফফার, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মো: বাদশা হাওলাদার, বাবু সনজিব দাস, বাবু অসীম কুমার সোম, এসএম রফিকুল ইসলাম, মো: নজরুল ইসলাম, মো: শাহ আলম তুহিন, মোঃ ইকবাল হোসেন বাদল, বাবু উজ্জ্বল গাঙ্গুলী ও ইলিয়াস হোসেন লাবু সহ নৌ-মালিক গ্রæপের সম্মানীত সদস্যবৃন্দ ও গ্রæপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বটিয়াঘাটা : রাজিয়া নাসেরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা আ’লীগের উদ্যোগে বেলা তিনটায় স্থানীয় দলীয় কার্যালয়ে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহম্মদ আলী মীর, পলাশ রায়, বিবেক বিশ্বাস, ওয়াহিদুর রহমান, প্রসাদ রায়, মোশারেফ হোসেন, খলিলুর রহমান, পংকজ বিশ্বাস, মুশিবুর রহমান, গৌরদাস ঢালী, মোস্তাফিজুর রহমান, অনুপম বিশ্বাস, তারিকুজ্জামান সুমন, অরিন্দম গোলদার, হুমায়ুন কবীর, মিজানুর রহমান মিজান, কার্তিক রায়, এসএম ফরিদ রানা, নাসির সেখ, ইব্রাহিম সেখ, সবুজ মন্ডল, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, আমানাত খান, নৃপেন বিশ্বাস, ভরত মন্ডল, সোলাইমান ফারাজী, রেজাউল সরদার, বিউটি বিশ্বাস প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *