April 19, 2024
জাতীয়টেকনোলজি

৭৩ গণগ্রন্থাগারের বই পড়া যাবে কম্পিউটার-মোবাইলে

দেশের ৭১টি সরকারি ও ২টি বেসরকারি গণগ্রন্থাগারের বই কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে পড়া যাবে। এ জন্য এসব গ্রন্থাগার ডিজিটালিইজ করা হচ্ছে।

রোববার (১ জুলাই) রাতে আইসিটি বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ভার্চুয়ালি এক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন-সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আবু বক্কর সিদ্দিক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ) মো. এনামুল কবির।

সভায় জানানো হয়, প্রতিটি লাইব্রেরির জন্য থাকছে স্বতন্ত্র লাইব্রেরি ব্যবস্থাপনার ডিজিটাল পদ্ধতি। যেখানে সাজানো থাকবে ই-বুক। থাকবে স্বতন্ত্র শিশু ও মুজিব কর্নার। প্রতিটি ই-লাইব্রেরি এমনভাবে সাজানো হচ্ছে, যাতে কম্পিউটার ছাড়াও সব ধরনের মোবাইল থেকেই স্বাচ্ছন্দ্যে গ্রন্থাগারে ভার্চুয়াল প্রবেশের মাধ্যমে পছন্দের বই পড়তে পারেন পাঠক।

সভায় আরও জানানো হয়, ল্যান নেটওয়ার্কে সংযুক্ত করে লাইব্রেরিগুলোকে ডিজিটাল রূপান্তরে তারহীন প্রযুক্তির ইন্টারনেট সংযোগ, আইপিফোন, বিভাগীয় গ্রন্থাগারগুলোর জন্য আরএফআইডি প্রযুক্তির ব্যবস্থা করবে আইসিটি বিভাগ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *