April 25, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

৫ জানুয়ারির নির্বাচনে ভোটাররা অংশগ্রহণ করেনি : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের এক কলঙ্কিত দিন। সেদিন আওয়ামী মহাজোট সরকার সকল বিরোধী দলের দাবিকে উপেক্ষা করে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখে। ১৫৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থীই ছিল না। জনগণের দাবিকে পদদলিত করে তারা একতরফা নির্বাচন করেন। সেই কলঙ্কিত নির্বাচনে ভোটার’রা অংশগ্রহণ করেনি।
বিএনপির কেন্দ্র ঘোষিত ৩ দিনের কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, মীর কায়সেদ আলী, শেখ মুশাররফ হোসেন, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, রেহানা ঈসা, এড. তছলিমা খাতুন ছন্দা, খায়রুল ইসলাম জনি, নাজমুল হুদা সাগর, আবু সাইদ শেখ, মোল্লা কবির হোসেন, জাবীর আলীসহ অনেকে। সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও ওহেদুজ্জামান রানা।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *