May 8, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে নড়াইলে বৃক্ষরোপণ

খবর বিজ্ঞপ্তি
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাতে ৫০০ শতাধিক বিভিন্ন রকম ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরা, মোহাম্মদ রাকিবুজ্জামান মানিক, মোহাম্মদ আশিক হাসান মর্ম। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ্যে গাছের চারা রোপণ করেন এস এম এ আহাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ময়মূর আলি মৃধা, আসাদুজ্জামান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম মাজহারুল হক, লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাসুদুর রহমান মিলু, লাহুড়িয়া কলেজপাড়া হাফেজিয়া তালেবিয়া ও সামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম সৈয়দ হাঃ মোঃ শাহ-আলম, লাহুড়িয়া ত্রৈলক্ষপাড়া ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানার মোঃ শরিফুল ইসলাম, ডিগ্রিরচর আল জামিয়াতুল ইমদাদিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, কালি শংকরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন সাবু, কল্যাণপুর ও হেচলাগাতি মিফতাহুল জান্নাহ আদর্শ বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মোঃ হাসিবুল ইসলাম, সরুশুনা দাখিল মাদ্রাসা, সরুশুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে লাহুড়িয়া কলেজপাড়া ইসলামিক যুব উন্নয়ন সংগঠন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *