May 20, 2024
আঞ্চলিক

সাতক্ষীরায় চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি

মৎস্য অধিদপ্তর কর্মকর্তাদের ৫ দিনের চিংড়িচাষ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। উইনরক ইন্টারন্যাশনাল এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার শহরের অদূরে এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক (চিংড়ি) শামীম হায়দার। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিংড়ি বিশেষজ্ঞ স্কটিশ নাগরিক ডেভিড কুরী, ভারতের বিজয় কুমার, দেশী চিংড়ি বিশেষজ্ঞ ড. খন্দকার আমিনুল হক, আনিছুর রহমান, মোকাররম হোসেন, খন্দকার হাবিবুর রহমান বাদল, মোহাম্মদ গোলাম মোস্তফা, এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, প্রশিক্ষণ সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ। উক্ত প্রশিক্ষণে মৎস্য অধিদপ্তরের আওতাধীন খুলনা বিভাগের ২৫ জন প্রথম শ্রেনীর সরকারী কর্মকর্তা প্রশিক্ষন গ্রহন করেন। বক্তারা এ সময় চিংড়ি চাষের বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *