May 19, 2024
করোনাজাতীয়

সস্ত্রীক করোনায় আক্রান্ত শেরপুর সদর ইউএনও

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন সস্ত্রীক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ আগষ্ট) শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই ইউএনও ফিরোজ আল মামুন জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত বুধবার (২৬ আগষ্ট) শেরপুর জেলা হাসপাতালে নমুনা দেওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষার ফলাফলে তার কোভিড-১৯ নেগেটিভ আসে। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরদিন বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৯ আগস্ট) ঢামেকের পিসিআর ল্যাবে তার এবং তার স্ত্রীর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে। পরে তাদেরকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

এদিকে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান ইউএনও ফিরোজ আল মামুনের করোনার পাশাপাশি ডেঙ্গু সংক্রমণও ধরা পড়েছে। একই সঙ্গে তার করোনা এবং ডেঙ্গুর চিকিৎসা চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *