May 4, 2024
খেলাধুলাজাতীয়শীর্ষ সংবাদ

সর্বকালের সেরা হওয়াটা গর্বের : সাকিব

কে হবেন সর্বকালের সেরা? শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত সকলের কাছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বারংবারই। তবে কাজী মোহাম্মদ সালাউদ্দিন, নিয়াজ মোর্শেদকে পেছনে ফেলে শেষ পর্যন্ত সাকিব আল হাসানকেই বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিবের অর্জন নেহায়েত কম নয়। অনেক অনেক অর্জনের সাথে নতুন করে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হওয়ায় বিশ্বসেরা এই অলরাউন্ডারের মুকুটে যোগ হয়েছে নতুন পালক। তাইতো অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথা বলার এক পর্যায়ে সাকিব জানিয়েছেন এটা তার জন্য অনেক গর্বের বিষয়।

যেমনটা বলেছিলেন সাকিব, ‘এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। ব্যক্তিগতভাবে আমার সেরা অর্জন। আমি আগেও বলছি, এখানে যে ১০ জন আছেন, সবাই তাদের জায়গায় সেরা। সবাই যার যার খেলায় অবদান রেখেছেন। একজন তো সেরা হিসেবে নির্বাচিত করতে হতো। সেটা শেষ পর্যন্ত আমি হয়েছি। সবাইকে ধন্যবাদ, যারা আমাকে নির্বাচিত করেছেন। আশা করি, ভবিষ্যতে যত দিন খেলায় থাকব, এই পুরস্কারের প্রতিদান দিতে পারব।’

এই পুরস্কার এগিয়ে যেতে আরো অনুপ্রেরণা যোগাবে বলে মনে করে সাকিব বলেন, ‘এই পুরস্কার আপনাকে আরও বেশি দায়িত্বশীল করবে। অনুপ্রাণিত করবে। এমন বিষয় যে কাউকেই অনেক বেশি অনুপ্রাণিত করে। সে ক্ষেত্রে এমন একটা পুরস্কার আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক ও দায়িত্বের। আমি চেষ্টা করব সামনেও ভালো করে যাওয়ার।’

খেলার মাধ্যমে দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জানিয়ে সাকিব বলেন, ‘আমাদের সবারই দায়িত্ব আছে যার যার জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। যেহেতু আমরা খেলার মানুষ, আমরা খেলার মাধ্যমে এগিয়ে নিতে পারি। সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *