April 24, 2024
খেলাধুলা

সরফরাজ ‘মগজহীন’ অধিনায়ক : শোয়েব আখতার

 

 

ক্রীড়া ডেস্ক

২০১৯ বিশ্বকাপে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের বিপক্ষে কোনো প্রতিরোধ করতে পারেনি পাকিস্তান। গতকাল রবিবার বিরাট কোহলির দল ডার্ক লুইস পদ্ধতিতে ৮৯ রানে জিতেছে সরফরাজ আহমেদের দলের বিপক্ষে।

এমন একপেশে হারে চারদিক থেকে রোষানলে পড়েছে পাকিস্তান দল। সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়ছেন না সরফরাজকে। এমনকি খোদ কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ককে। এবার সরফরাজকে ‘মগজহীন অধিনায়ক’ উপাধি দিলেন রাউয়ালপিন্ডি এ্যাক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার।

টস জেতা সত্তে¡ও ফিল্ডিং নেওয়ায় পাকিস্তানের হারের অন্যতম কারণ মনে করেন সাবেক এই পাকিস্তানি পেসার। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে শোয়েব বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ব্যাটিং বান্ধব পিচে বিরাট কোহলি টস জিতে ফিল্ডিং নিয়ে ভুল করেছিল। সরফরাজ সেই একই ভুল করেছে ১৬ জুন। অধিনায়ক হিসেবে কিভাবে এমন মগজহীন কাজ করতে পারে কেউ? এমনকি সে ভাবেনি রান তাড়ায় আমরা অত ভাল নয় এবং টস জিতে ফিল্ডিং নেয়া উচিৎ হয়নি।’

৪৩ বছর বয়সী শোয়েব সরফরাজকে দোষ দিয়ে আরো বলেন, ‘যখন তুমি (সরফরাজ) টস জিতলে তখন ম্যাচ জয়ের সম্ভাবনা অর্ধেক হাতে মুঠোয় চলে এসেছিল। কিন্তু সরফরাজ সর্বোচ্চ চেষ্টা করেছে ম্যাচটি হারতে।’

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *