May 7, 2024
আঞ্চলিক

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে কর্মে সাফল্য অর্জন সম্ভব : সিটি মেয়র

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তার বিদায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন-এর বিদায় সংবর্ধনা গতকাল রবিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বিদায়ী কর্মকর্তার সার্বিক সাফল্য কামনা করে বলেন, কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে যারা অর্পিত দায়িত্ব পালন করেন তারা নিশ্চিত সাফল্য অর্জনে সক্ষম হবেন। বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন কেসিসিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। একইভাবে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অনুরোধ জানান এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজস্ব বিভাগের সেবা আরো সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার এম এম হাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম, এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার, কালেক্টর অব ট্যাক্সেস তপন নন্দী, ভেটেরিনারী সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাষ প্রমুখ বক্তৃতা করেন। কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *