শোকে মুহ্যমান খুলনা
দ. প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসের-এর স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, শেখ হেলাল উদ্দিন এমপি ও সেখ সালাহউদ্দিন জুয়েল এমপির মাতা শেখ রিজিয়া নাসের এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তাঁর পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারেন তার জন্য দোয়া ও প্রার্থনা করেন।
নগর বিএনপি : বিবৃতিদাতারা হলেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
খুলনা প্রেসক্লাব : বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
কেইউজে : বিবৃতিদাতারা হলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
স্বাধীনতা সাংবাদিক ফোরাম : ফোরামের সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সহ-সভাপতি এ কে হিরু, শেখ আবু হাসান, ফারুক আহমদ, মোঃ সাহেব আলীসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এক বিবৃতিতে মরহুমার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় : গভীর শোক প্রকাশ করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান অনুরূপ শোক প্রকাশ করেছেন।
খুলনা চেম্বার অব কমার্স : সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦ উজ জামান গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
জেলা শ্রমিকলীগ : বিবৃতিদাতারা হলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ নিজামুল হক বাবলু, মুন্সি সেলিম আহমেদ, মোঃ ফরিদ আহমেদ, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ আলম হাওলাদার, মোছাঃ তাসলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, মোঃ শাহীন আহমেদ, শেখ মোঃ মুরাদ হোসেন, শেখ মোঃ মারুফ, মোঃ আলমগীর সরদার, মোঃ নজরুল ইসলাম শিকদার, মোঃ ফারুক হাওলাদার, মোঃ ফারুক হাসান, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিকনেতা শেখ মোঃ আবু হান্নান, এস এম তুহিন হোসেন শাফিন, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ হায়দার আলী খান প্রমুখ।
খুলনা সোসাইটি : বিবৃতিদাতারা হলেন- চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, কো-চেয়ারম্যান আজগার বিশ্বাস তারা, ভাইস-চেয়ারম্যান হৃদরোগ বিশেষজ্ঞ ডা: বিষ্ণুপদ সাহা, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মহাসচিব ইঞ্জি. সাব্বির হোসেন, যুগ্ম মহাসচিব এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মেহেজাবিন মুবিনা হেমা, আল-আমিন শিশির, ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ, ইঞ্জি. মিজানুর রহমান, সারিকা জামান রুনা, ডা: চয়ন বিশ্বাস, জি এম শহিদুল ইসলাম, শেখ সাদিকুর রশিদ অভি, শফিকুল আলম বিপ্লব, কাজী আইনুল মুন, সম্পাদকমন্ডলীর সদস্য প্রফেসর তাসরিনা বেগম, অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, মেহেজাবিন খান, শিউলী বিশ্বাস, এস এম বদরুল আলম রয়েল, ডা: দেবাশিষ সরকার, ডা. মেহেদী হাসান, আব্দুল জলিল সাগর, কাজী রিয়াদ সুমন, মো: জয়নাল ফরাজী, সুবর্না রহমান খান, ইলিয়াস হোসেন লাবু, মো: বাবুল আকতার, গোপাল কর্মকার, ইঞ্জি: আরিফুল ইসলাম, সাজিনা ইসলাম, নাজমুল হোসেন তাপু, রোটা: ইসরাত আমিন শাবানা, ডা: নয়ন পাল, ইয়াফেস ইসিতিহাদ দীপ, সম্মানীত সদস্য ড. সৈয়দ হাফিজুর রহমান, সাংবাদিক মো: আবু তৈয়ব মুন্সী, চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, বেগ রফিকুল ইসলাম, তৈয়বা খাতুন চেমি, মো: তারেক হাসান, ড. মো: শাফায়েত হোসেন, এস এম মিশকাতুল ইসলাম, ইমরুল কায়েস জুয়েল, সোহা শায়েবা ইতি, এ্যাড. তনিমা তাসিনিম দিবা, রোটা: তাওহিদুল ইসলাম সোহাগ, ইঞ্জি: হাসিবুর রহমান ইমন, ডা. কামাল উদ্দিন, রফিকুল ইসলাম পিটু, প্রফেসর আহমেদুল কবির চাইনিজ, ডা: প্রদীপ দেবনাথ, মোহাম্মাদ ফারুক।
খুকৃবি নীল দল : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নীল দলের আহবায়ক, মাইক্রোবায়োলজি ও পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আশিকুল আলম ও সদস্য-সচিব, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান এ শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জেলা ও নগর ওয়ার্কার্স পার্টি : বিবৃতিদাতারা জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, গৌরাঙ্গ প্রসাদ রায়, শেখ মিজানুর রহমান, মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, নারায়ণ সাহা, আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, মনিরুজ্জামান, সন্দীপন রায়, রেজাউল করিম খোকন, আঃ হামিদ মোড়ল, কৌশিক দে বাপী, মোঃ আলাউদ্দিন, মনির হোসেন, বাবুল আখতার, আরিফুর রহমান বিপ্লব, অজয় দে, এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, হাফিজুর রহমান, গৌরী মণ্ডল প্রমুখ।
জেলা ও নগর জাসদ : বিবৃতি প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, জেলার সভাপতি শেখ গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক স,ম, রেজাইল করিম, মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, মীর হুমায়ন কবির হিমু, শেখ আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা সবুর মোল্লা, জাকির হোসেন, রেহেনা আক্তার, সুজিত মল্লিক, এড. রুনা লায়লা, চাঁনমিয়া, শ্রাবণ শেখ, কমলেশ, শেখ সুমন, তাজরিয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা : গভীর শোক ও দুঃখ প্রকাশ ও মরহুমের আত্নার মাগফিরাত কামনা এবং তাঁর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্থার সভাপতি অধ্যক্ষ মমতাজ বেগম বিজলী, সাধারণ সম্পাদক ইসরাত আরা হিরা, ডাঃ আফরোজা খানম, মোঃ সাবির খান, সাজেদা ইসলাম, মো: আব্দুস সালাম শিমুল, নাজনীন জাহান সৌমী, খাদিজা কবীর তুলী, এস,এম দেলোয়ার হোসেন, আফরোজা জেসমিন বীথি, সাঈদা আক্তার রিনি, সোহানা সেলিম, জয়নাল ফরাজী, এড: শাকেরীন আহসান, মোঃ সবুজুল ইসলাম, হাবীবা মাহমুদ, মো: রাকিবুজ্জামান মানিক, বনানী সুলতানা ঝুমু, কৃষ্ণা দাস, এস,এম মিশকাতুল ইসলাম, জি,এম রাসেল, নিয়তি রায়, নিঝুম হাসান শ্রুতি, শাহিদা জেসমিন, সাবিনা ইয়াসমিন, নাজনিন জাহান সৌমী, রাকিবুজ্জামান মানিক, তানিয়া জামান, শারমীন সুলতানা মঞ্জু প্রমুখ।
টিভি জার্নালিস্ট এসোসিয়েশন : সংগঠনের সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু, সহ-সভাপতি মিজানুল ইসলাম, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, নির্বাহী সদস্য কনক রহমান ও ইয়াসীন আরাফাত রুমী।
কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলন : গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলন-এর সভাপতি শ্যামল সিং রায় ও সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ