April 19, 2024
আঞ্চলিক

শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক ট্রাকে চলছে : এস এম কামাল

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক ট্রাকে চলছে। জননিরাপত্তা, দেশীয় সম্পদ রক্ষা, বাণিজ্যে অগ্রগতি, সমুদ্র সীমা রক্ষা, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচারের ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধুসহ যুদ্ধাপরাধীদের বিচার করে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গতকাল সোমবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন। খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকার। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. বিএমএ সালাম, রজব আলী সরদার, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, কামরুজ্জামান জামাল, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, এ্যাড. নব কুমার চক্রবর্তী, রফিকুর রহমান রিপন, শেখ ফজলুল হক, হালিমা ইসলাম, প্যানেল মেয়র আলী আকবর টিপু, এ্যাড. মো. শাহ আলম, শেখ নুর মোহাম্মদ, মো. শাহাজাদা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, আলী আজগর মিন্টু, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, হাসান ইফতেখার চালু, জয়ন্তী রানী সরদার, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, এস এম আকিল উদ্দিন, মুন্সি নাহিদুজ্জামান, মো. আমির হোসেন, এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, মো. শওকাত হোসেন, আব্দুল জলিল তালুকদার, জিয়াউল ইসলাম মন্টু, চ. ম. মুজিবর রহমান, মুন্সি আইয়ুব আলী, জামিরুল হুদা জহর, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, এমরানুল হক বাবু, সরদার আব্দুল হালিম, ওয়াহিদুজ্জামান পলাশ, আতাউর রহমান শিকদার রাজু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভার পূর্বে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এসময়ে মহানগর ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এরপরে ২১নং ওয়ার্ড কাউন্সিলর, ২১, ২২, ২৯, ৩০, ২৫, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সাবেক ছাত্রনেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, যুবলীগের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *