April 23, 2024
আঞ্চলিক

শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যুদ্ধ হবে অর্থনৈতিক মুক্তির

 

আলোচনায় আ’লীগ নেতৃবৃন্দ

 

 

আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আমরা ফিরে পেয়েছি আমাদের অধিকার, সংবিধান আর সার্বভৌমত্ব। আমরা মুক্তি পেয়েছি পাক হায়েনাদের শাসন, শোষন আর বঞ্চনা থেকে। এখন একবিংশ শতাব্দিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যুদ্ধ অর্থনৈতিক মুক্তির। এ যুদ্ধে ২০৪১ সালের আগেরই আমাদের বিজয়ী হতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, স্বাধীনতার ৪৭ বছরে স্বৈরশাসনের কারনে দেশে যেমন গণতন্ত্র ছিলো না, তেমনি দেশে কোন উন্নয়ন হয়নি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমান্তরাল ভাবে গণতন্ত্র ও উন্নয়ন এগিয়ে চলেছে। দলমত নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ রেখে উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে।

গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওযামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, এ এফ এম মাসুদুর রহমান, মল্লিক আবিদ হোসেন কবীর, এ্যাড. রজব আলী সরদার, মো. আশরাফুল ইসলাম, কামরুজ্জামাল জামাল, মো. মফিদুল ইসলাম, এ্যাড. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, রনজিত কুমার ঘোষ, মো. ইমরান হোসেন। সভা পরিচালনা করেন, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *