May 2, 2024
আন্তর্জাতিক

শুদ্ধি অভিযানে বরখাস্ত ২,৫০০ তালেবান সদস্য

নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি জনকে বরখাস্ত করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। তাদের মধ্যে অনেককে আটক করা হয়েছে

এই শুদ্ধি অভিযানে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের গভর্নরকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

তালেবানের শীর্ষস্থানীয় কর্মকর্তা লতিফুল্লাহ হাকিমির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

রোববার (৯ জানুয়ারি) তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান হাকিমি কাবুলে বলেন, এই কমিশনের কাজ শুরুর পর এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ২ হাজার ৫১৪ তালেবান সদস্যকে বরখাস্ত বা আটক করা হয়েছে।

কী অভিযোগে তাদের শনাক্ত করা হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে লতিফুল্লাহ হাকিমি বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও তাদের দেওয়া তথ্য এবং মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অভিযোগ পর্যালোচনা করেই তালেবান সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের নিয়ন্ত্রণ চলে যায় তালেবানের হাতে। এরপর তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। সেই সরকারই এখন দেশ চালাচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *