May 18, 2024
জাতীয়

শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার, প্লেন জব্দ

দক্ষিণাঞ্চল ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনের ভেতর থেকে চার কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই প্লেনটিও জব্দ করা হয়েছে। গতকাল শনিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেনের আসনের নিচ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন কাস্টমস হাউসের সদস্যরা। নজরদারি ও তল­াশির একপর্যায়ে ভোর ৬টা ১০ মিনিটে অবতরণ করা ফ্লাইট ‘বিজি-০৪৮’ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। ফ্লাইটটি দুবাই থেকে এসে বোর্ডিং ব্রিজ নং-৬ এ অবতরণ করেছিল।

প্লেনের ১৫ নম্বর আসনের নিচে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন চার কেজি ৬৪০ গ্রাম। আর বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, উদ্ধার করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্লেনটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *