April 20, 2024
আঞ্চলিক

লোনাপানি কেন্দ্র পাইকগাছার বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

 

পাইকগাছা প্রতিনিধি

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছার “বার্ষিক গবেষণা অগ্রগতি (২০১৮-১৯) পর্যালোচনা এবং প্রকল্প প্রস্তাবনা (২০১৯-২০২০) প্রণয়ন” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক আলহাজ্ব ড. সালেহ উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, ইনস্টিটিউটের বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দীন আহমেদ, লোনাপানি কেন্দ্রের উপ-পরিচালক নিলুফা বেগম। গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, দেবাশীষ মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্লা এন.এস মামুন সিদ্দিকী। বক্তব্য রাখেন, কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম রুবেল, বাগেরহাটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা এস,এম, শহিদুল্লাহ, চিংড়ি চাষী আনোয়ার ইকবাল মন্টু, আলহাজ্ব কাজী আজিজুল করিম, তারক চন্দ্র সানা ও সুমন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *