May 18, 2024
জাতীয়

র‌্যাগিংয়ের দায়ে শাবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

দক্ষিণাঞ্চল ডেস্ক

র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশে তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ বর্ষের মোহাম্মদ সোহেল রানা, একই বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নাফি আনোয়ার সাদি ও নূর-ই-আলম সিদ্দিকী।

গত ৯ ফেব্রæয়ারি রাতে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোস্তকিম সাকিবকে সিলেট নগরের পাঠানটুলার একটি মেসে ডেকে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থী। সেখানে তাকে র‌্যাগ দেন তারা। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *