April 19, 2024
জাতীয়লেটেস্ট

রিফাত হত্যা: বরগুনায় মিন্নির বাড়িতে পুলিশ মোতায়েন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বরগুনায় হামলায় নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর থানার এসআই কামাল হোসেন জানান, তিনি নিজে ও অস্ত্রধারী তিনজন কনস্টেবল শুক্রবার সকাল থেকে মিন্নির বাবার বাড়িতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

বুধবার বরগুনা সরকারি কলেজ ফটকের সামনে একদল লোক রিফাতকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তার স্ত্রী মিন্নি চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি। অন্যরা দাঁড়িয়ে দেখলেও কেউ এগিয়ে যায়নি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। উচ্চ আদালত সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খুনি যেন দেশ ছাড়তে না পারে সেজন্য ব্যবস্থা নিতে বলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি ধরতে নির্দেশ দেন।

মিন্নির চাচা আবু সালেহ বলেন, রিফাতের মৃত্যুর পর থেকে মিন্নিসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তারা পুলিশের কাছে আবেদন করেন। পুলিশ সুপার মো. মারুফ হোসেন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ মোতায়েন করেন। এ ঘটনা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন এজাহারভুক্ত হাসান ও চন্দন এবং সন্দেহভাজন নাজমুল হাসান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *