April 19, 2024
জাতীয়

রাজশাহীর এমপি ওমর ফারুককে এলাকা ছাড়ার নির্দেশ

দক্ষিণাঞ্চল ডেস্ক
বিধি ভেঙে উপজেলার ভোটের প্রচারে অংশ নেওয়ায় রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বুধবার জানান, এ সংক্রান্ত চিঠি ও নির্দেশনা তারা সংসদ সদস্যের নামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
ওই চিঠিতে বলা হয়েছে, রাজশাহী-১ আসনের আওতাধীন গোদাগাড়ী উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে স¤প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাছাড়া কোনো কোনো ভোটারের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই বলে ওমার ফারুক বক্তব্য রেখেছেন- এমন খবরও গণমাধ্যমে এসেছে।
এ অবস্থায় যেহেতু আপনি বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশ হণ করছেন, তাই আপনাকে রাজশাহী-১ নির্বাচনী এলাকা (তানোর-গোদাগাড়ী) ত্যাগ করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসি কর্মকর্তারা জানান, ওমর ফারুক চৌধুরীকে অবিলম্বের নির্বাচনী এলাকা ছাড়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। আগামী ১০ মার্চ থেকে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *