May 17, 2024
জাতীয়

রাজশাহীতে আসামির বদলে ভাই কারাগারে

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজশাহীতে যাবজ্জীবনপ্রাপ্ত এক পলাতক আসামির বদলে তার ছোট ভাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ছোট ভাই সজল মিয়া রাজশাহীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার তোফাজ উদ্দিনের ছেলে।

সজলের আইনজীবী মোহন কুমার সাহা বলেন, গত ৩০ এপ্রিল পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। তার মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০০১ সালের শাহমখদুম থানার একটি মামলায় ১০ বছর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন হয় সজলের বড় ভাই ফজল মিয়ার।

গত ৩০ এপ্রিল রাতে পুলিশ সজলকে পলাতক আসামি ফজল বলে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। বিষয়টি অবহিত করে সজলকে ছেড়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ১-এ। গত ২৬ মে এই আবেদন করা হলে আদালত আগামী ১১ জুন শুনানির দিন ঠিক করে ওই দিন সজলকে আদালতে হাজির করার আদেশ দেয়।

এ বিষয়ে শাহ মুখদুম থানার ওসি এসএস মাসুদ পরভেজ বলেন, গ্রেপ্তারের পর মামলার সাক্ষী ও স্থানীয়রা তাকে ফজল মিয়া বলে শনাক্ত করেন। সে অনুযায়ী ফরোয়ার্ডিং দিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালদের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *