May 7, 2024
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে গুলি চালিয়ে ২ সহকর্মীকে হত্যা

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সুপার মার্কেটের গুদামঘরে নিযুক্ত এক কর্মী তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হলে এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাউন্ডি ডিস্ট্রিবিউশন সেন্টারের দুই কর্মকর্তাকে কারখানায় সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর জন্য ওই ব্যক্তি ফোন করেন। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারেন যে, মিথ্যা কথা বলে তাদের ডাকা হয়েছে।

হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনের মৃতদেহ উদ্ধার করে। সন্দেহভাজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়।

কিভাবে দুই সহকর্মীকে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি পুলিশ। উইসকনসিনের গভর্নর টনি রিভার্স এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, দুই ব্যক্তিকেই গুলি করে হত্যা করা হয়েছে।

হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি তবে তিনজনই ২০ বছরের বেশি সময় ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ফলে তারা ছিলেন দীর্ঘদিনের সহকর্মী। তাদের মধ্যে কোনো ধরনের শত্রুতা ছিল কিনা সে বিষয়টি এখনও ওই প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *