মাদারীপুরে নার্সিং কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
মাদারীপুর শহরে একটি নার্সিং কলেজের ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর সদর থানার এসআই লুৎফর রহমান জানান, ইটেরপুল এলাকার ডিডাব্লউএফ নার্সিং কলেজের ছাত্রীনিবাস থেকে মৌ দত্তের (১৮) লাশ উদ্ধার করা হয়।
মৃত মৌ বরিশাল শহরের অজিত দত্তের মেয়ে। তিনি মাদারীপুর ডিডব্লিউএফ নার্সিং কলেজের ডিপ্লোমা অ্যান্ড নার্সিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
এসআই বলেন, মৌ কলেজে না যাওয়ায় সময় দুপুরে তার সহপাঠীরা তাকে রুমে ডাকতে যায়। এ সময় তারা মৌকে রুমের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মৌয়ের মহপাঠীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
কলেজের অধ্যক্ষ মার্গারেট সরজিনি বিশ্বাস বলেন, মৌ খুবই মেধাবী ছিলো। গত দুই দিন থেকে সে কলেজে অনুপস্থিত ছিল। কি কারণে এমন ঘটছে বলতে পারছি না।
এসআই বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত কোন বিষয় থাকতে পারে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাপাতালের মর্গে পাঠোনো হয়েছে।