মাগুরায় গৃহবধূকে ‘ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ’, আটক ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
মাগুরার শ্রীপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ ও সে দৃশ্যের ভিডিওচিত্র ধারণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ওসি মাহবুবর রহমান জানান, মঙ্গলবার রাতে ওই গৃহবধূ আনিসুর রহমান ও রবিউল ইসলাম নামে ওই দুই যুবকের নামে থানায় মামলা করেন। আসামিরা হলেন শ্রীপুরের বরিষাট গ্রামের আজিজুর রজমান ছেলে আনিসুর রহমান (৩২) ও সাজ্জাদ হোসেন ছেলে রবিউল ইসলাম (২৭)।
মামলায় অভিযোগ করা হয়েছে, ওই গৃহবধূ মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ি থেকে ফরিদপুরে বাবার বাড়ি যাচ্ছিলেন। শ্রীপুর উপজেলা শহরের অদূরে বরিষাট গ্রামে নির্জন স্থানে পৌঁছালে ওই দুইজন তার গলার চেইন ছিনিয়ে নেয়। তারপর তার মুখ চেপে ধরে আনিসুর তাকে ধর্ষণ করে আর রবিউল সে দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে। একপর্যায়ে সুযোগ পেয়ে গৃহবধূ চিৎকার করলে লোকজন গিয়ে দুইজনকে আটক করে পুলিশে দেয়।
গৃহবধূ শ্বরবাড়ি ফিরে যান। লোকলজ্জার ভয়ে প্রথমে তিনি থানায় অভিযোগ দেননি। পুলিশ ও সাংবাদিকেদের কাছেও ধর্ষণের কথা অস্বীকার করেছিলেন। রাত ৮টার দিকে পুলিশ তাকে বুঝিয়ে মামলা দিতে রাজি করায়। পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বলেন, মামলার পর বুধবার পুলিশ তার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।