মহনগরী এলাকায় রিক্সা থেকে ইঞ্জিন খোলার দাবী নিসচা’র
খবর বিজ্ঞপ্তি
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার পক্ষ থেকে খুলনা মহানগরীতে চলাচলকারী রিক্সা থেকে অবিলম্বে ইঞ্জিন খোলার উদ্যোগ গ্রহনের জন্য গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় কেসিসি’র নগরভবনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক-এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব, কেন্দ্রিয় কায্যনির্বাহী সদস্য ও জেলা সাধারন সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব, মো: জাকির হোসেন, এম মোস্তফা কামাল, আনোয়ারা পারভীন আক্তার পরী, মো: কামরুল ইসলাম কাজল প্রমুখ।