April 20, 2024
খেলাধুলা

মদের বদলে স্যানিটাইজার বানাচ্ছে ওয়ার্নের প্রতিষ্ঠান

করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। এর প্রভাবে গৃহবন্দী হয়ে পড়েছেন বিশ্বের অগণিত মানুষ। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ করোনার বলি হয়েছেন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এই কঠিন সময়ে অনেকে সামর্থ্যের সবটুকু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এর মধ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন। নিজের পুরস্কারপ্রাপ্ত অ্যালকোহল প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অ্যালকোহল বানানো বন্ধ রেখে তাতে হ্যান্ড স্যানিটাইজার বানানোর ব্যবস্থা গ্রহণ করেছেন এই লেগ স্পিন গ্রেট।

ওয়ার্নের অ্যালকোহল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সেভেন জিরো এইট জিন’ (ওয়ার্নের টেস্ট উইকেটের সংখ্যাও ৭০৮) গত ১৭ মার্চ থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালের জন্য ৭০ শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ ‘মেডিকেল গ্রেড’ হ্যান্ড স্যানিটাইজার বানানো শুরু করেছে। নিজের ইনস্টাগ্রামে পেজ থেকে এক বিবৃতি প্রকাশের মাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন ওয়ার্ন।

শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৮৫৪ জনের দেহে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সবমিলিয়ে সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লাখের কাছাকাছি। শুক্রবার (মার্চ ২০) যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *