May 20, 2024
জাতীয়

ভারত থেকে বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার ৮ বিশেষ ফ্লাইট

 করোনা প্রাদুর্ভাবে ভারতে চিকিৎসাসেবা নিতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ৮টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বেসরকারি খাতের ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শুক্রবার (১৭ এপ্রিল) সংস্থাটির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ ও ২৩ এপ্রিল ঢাকা-কলকাতায় ২টি ফ্লাইট ও ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল চেন্নাই-ঢাকা ৬ দিনে ৬টি ফ্লাইট পরিচালনা করবে। প্রতিদিন দুপুর সোয়া ১২টায় চেন্নাই থেকেই ঢাকার উদ্দেশে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে আসবে। একইভাবে বেলা সাড়ে ১১টায় কলকাতা থেকে ফ্লাইট ছাড়বে ঢাকার উদ্দেশে। এ দুই রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

এতে আরো বলা হয়, করোনার কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে মাসখানেক ধরে আটকা রয়েছেন সহস্রাধিক বাংলাদেশি। আকাশপথে ফ্লাইট বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। এমতাবস্থায় বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যস্থতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিশেষ ফ্লাইটে শুধু বাংলাদেশিরা ভ্রমণ করতে পারবেন। টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *