April 25, 2024
আন্তর্জাতিক

ব্রাজিলে প্লেন বিধ্বস্ত, সভাপতিসহ ৪ ফুটবলার নিহত

ব্রাজিলে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। টেক-অফের সময় হওয়া এই দুর্ঘটনায় দেশটির চতুর্থসারির ফুটবল ক্লাব পালমাসের সভাপতিসহ ৪ ফুটবলার নিহত হয়েছেন।

রোববার ব্রাজিলিয়ান কাপ খেলতে ছোট একটি এয়ারক্রাফ্টে উঠেছিল এই গ্রুপটি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ভয়াবহ এই ঘটনায় পাইলটসহ কেউ বেঁচে নেই।

ক্লাব পালমাস এক বিবৃতিতে জানায়, দলটির প্রেসিডেন্ট লুকাস মেইরার সঙ্গে ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ে, রানুলে ও মার্কাস মোলিনারিসহ সবাই মারা গেছেন। পাইলট ওয়াগনারও এই ঘটনায় নিহত হয়েছেন।

ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট আগামী মঙ্গলবার কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের। গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে তাদের খেলার কথা ছিল। দুর্ঘটনার পর মঙ্গলবারের ম্যাচটি বাতিল করা হয়েছে।

এই ঘটনায় ব্রাজিলের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ২০১৬ সালে আরেক ভয়াবহ প্লেন দুর্ঘটনায় শাপেকোয়েনসে ক্লাবের প্রায় সবাই নিহত হন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *