May 2, 2024
খেলাধুলা

বিশ্বকাপ ব্যর্থতায় নান্নুদের পক্ষেই পাপন

প্রতিবছর বিজয় দিবসে বাংলাদেশের সাবেক তারকাদের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজন করে থাকে বিসিবি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ মিরপুরে বিজয় দিবসে শহীদ মুশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ শেষে আজ সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে উঠে আসা দেশের ক্রিকেটের নানা ইস্যু।

বিশ্বকাপ ব্যর্থতায় বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে। যার রিপোর্টের উপর নির্ভর করছে অনেক কিছুই। তবে বিশ্বকাপে টাইগারদের এমন ভরাডুবিতে নির্বাচকদের কোন দায় দেখছেন না পাপন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘দেখুন, আপনাদের জন্য বলছি আরকি। নির্বাচক প্যানেল বদলাতে পারে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। কথাটা হচ্ছে আমি আপনাদের বিশ্বকাপের আগে প্রশ্নগুলো করেছিলাম যদিও কেউ উত্তর পাঠায়নি। তাদের কাছে চেয়েছিলাম যে আপনাদের পছন্দের স্কোয়াডটা বলেন। নির্বাচকের কাজ যদি খেলোয়াড় নির্বাচন করা হয় আমি যেভাবে দেখি। ছোট তামিমকে (তানজিদ তামিম) খালি বাদ দেই। কারণ সেখানে তামিম ইকবালের যাওয়ার কথা। শেষ মুহূর্তে গিয়ে সে ওপেন করছে। এখানে গেছে লিটন দাস, শান্ত, সাকিব, মুশফিক,তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মিরাজ। আমি বোলারদের ধরলাম না।’

পাপন আরো বলেন, ‘কাকে বাদ দিলে আপনারা খুশি হতেন, আমাকে যদি একটা-দুইটা নাম বলতেন। আজ পর্যন্ত কেউ নাম বলে না। আর বলে নির্বাচক তার সব দোষ। কাউকে বাদ দেয়নি দেখেই দোষ। কাকে বাদ দিলে আপনারা বলতেন খুব ভালো হয়েছে। এই উত্তরটা না পেলে আমাদের জন্য সিদ্ধান্ত নেয়া কঠিন।

পরিবর্তনকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেও এসময় উল্লেখ করেছেন নাজমুল হাসান পাপন, ‘আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। পরিবর্তন হয়, অনেকদিন হয়েছে, সবসময় পরিবর্তন হওয়াটা ভালো। কাউকে অভিযোগ দিয়ে বাদ দেয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেয়া খারাপ নিদর্শন তৈরি করে।’

নির্বাচকদের পক্ষ নিয়ে পাপন বলেন, ‘আপনাদের এই জিনিসটা করার আগে একটা কারণ দেখাতে হবে, এই কারণে। কিন্তু আপনারা যে কারণগুলো বলছেন, শান্ত রান করতে পারেনি এটা ভিন্ন ইস্যু। সে আমাদের অন্যতম সেরা ব্যাটার। এটা তো অস্বীকার করার উপায় নেই, সে রান করে যাচ্ছিলো। লিটন দাসের সামর্থ্য আমরা জানি। সাকিবকে বাদ দিতো, মুশফিককে বাদ দিতো? মানে বাদটা দিতো কাকে। এই যে কথাগুলো বলে মানুষ, কিন্তু কেন এটা আর বলে না। কিন্তু সব দোষ নির্বাচকের।’

শেয়ার করুন: