May 8, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুলনায় স্বাচিপ ও স্বাশিপের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙ্গায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় পৃথক কর্মসূচি পালন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখা ও খুলনা বিশ^বিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

স্বাচিপ : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন গতকাল সোমবার দুপুর ১টায় খুলনা বিএমএ’র ভবনের সম্মূখে শহীদ ডা. মিলন চত্ত¡রে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রচার সম্পাদক ডা. মো: জিল্লুর রহমান তরুন এর সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন স্বাচিপ, খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম।

মানববন্ধনে বক্তৃতা করেন স্বাচিপ নেতা ডা. মোল্লা হারুন অর রশিদ, ডা. মো: মেহেদী নেওয়াজ, ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, ডা. এস. এম. তুষার আলম, ডা. অনল রায়, ডা. মো: মনোয়ার হোসেন, ডা. আনোয়ারুল আজাদ, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম. এ. আহাদ, খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. বিধান চন্দ্র ঘোষ, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এস. এম. মোর্শেদ, ডা. উৎপল কুমার চন্দ, ডা. মো: রকিবুল ইসলাম, খুমেক হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আরাফাত হোসাইন ও সাধারণ সম্পাদক ডা. সাইদুর রহমান তানজিল।

এ সময়ে উপস্থিত ছিলেন ডা. মোসা: ডালিয়া আখতার, ডা. মো: কুতুব উদ্দীন মল্লিক, ডা. বিপ্লব বিশ^াস, ডা. বাপ্পা রাজ দত্ত, ডা. উপানন্দ্য রায়, ডা. মো: ফিরোজ হাসান, ডা. শাহীন আকতার শেখ সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত চিকিৎসকবৃন্দ।

খুবি স্বাশিপ : বেলা ১টায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-এর উদ্যোগে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ‘এ নিছক ভাস্কর্য ভাঙচুর নয়, ভয়ানক দেশদ্রোহিতা’ শীর্ষক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বাশিপের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাশিপের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. তুহিন রায় ও ড. দুলাল হোসেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন স্বাশিপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বাশিপের অন্যান্য সদস্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত হানা। দেশ ও জাতি এই ধৃষ্টতা মেনে নেবে না। মানববন্ধন থেকে কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *