বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিকেরাই সহযোগী সংগঠনের সদস্য হবে : বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, অনুপ্রবেশকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু বা বির্তকিত ব্যক্তি নয়। বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত সৈনিকেরাই সহযোগী সংগঠনের সদস্য হবে।
তিনি আরও বলেন, কিছু স্থানে কতিপয় অনুপ্রবেশকারী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং ধান্দাবাজ ঢুকে দলের বদনাম করেছে। আইন শৃংখলা বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে। নতুন করে কোন বির্তকিত ব্যক্তি যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে সবাইকে সর্তক দৃষ্টি রাখতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখতে হবে, শেখ হাসিনা বাঁচলে দল টিকবে, দল টিকলে আমরা দেশের মানুষ ভালো থাকবো। দেশ উন্নত বিশ্বের কাতারে মাথা উঁচু করে দাড়াবে। সেজন্যে শেখ হাসিনা এবং দেশের জন্য বঙ্গবন্ধুর সৈনিকদের অতন্ত্র প্রহরী হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার উদ্দেশ্য আর বঙ্গবন্ধু’র আদর্শ বাস্তবায়নে সকলকে সহযোগিতা করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে মহানগর মৎস্যজীবী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক ইঞ্জি: আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম চাঁন ফারাজী, নগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, এস এম আকিল উদ্দিন, মো. আমির হোসেন, মীর বরকত আলী, মো. কামরুল ইসলাম, আলমগীর মল্লিক, আইয়ুব আলী, মহানগর মৎস্যজীবী লীগের সদস্য সচিব এ্যাড. ইব্রাহিম খলিল ইমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্যজীবী লীগ নেতা ইঞ্জি: সাকিল হাসান প্রিন্স, মো. আলী আকবর, বীরমুক্তিযোদ্ধা সরদার লুৎফর রহমান, জামাল হোসেন পলাশ, ইঞ্জি: শাকিল আহসান, মো. ওমর ফারুক হাওলাদার, মো: সবুর, মো: আল আমিন, মো. হুমায়ূন কবির, মো: মাসুম মল্লিক, মো: সোহেল মোল্লা, বীরমুক্তিযোদ্ধা কে এম ফারুক হোসেন, লিংকন পাল, মো. শামসুদ্দোহা বাঙালি, মো: নজরুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো: সাবের হোসেন, এ্যাড. মিরাজ হোসেন, মো. কালাম মোল্লা, মোদাচ্ছের কাজী, বীরমুক্তিযোদ্ধা ইসহাক আহম্মেদ, বিধান চন্দ্র বিশ্বাস, মো. সজিব খান, মোসা: রোকসানা বেগম, মো. হানিফ, স্মৃতি বিশ্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনকে শক্তিশালী করতে সকলকে সক্রিয় ভাবে কাজ করার আহবান জানান।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ