ফুলবাড়ীগেটে পূর্ব শত্রুটার জেরে যুবকের রগ কর্তন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেটস্থ মিরেরডাঙ্গা টিবি হাসপাতাল ঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার সময় পুর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের কতিপয় যুবক মানিকতলা এলাকার জামাল শেখের পুত্র সোহাগ শেখের ২ পায়ে ছুরি দিয়ে রগ কেটে দিয়েছে। এসময় তার আত্যচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে খানজাহান আলী থানার এস আই লুৎফুল হায়দার ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এসআই শওকত হোসেন বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।