May 2, 2024
আঞ্চলিক

ধর্ষণ মামলা দ্রুত বিচার আইনের আওতায় আনতে হবে : জনউদ্যোগ

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় জনউদ্যোগ, খুলনার উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে ঢাবি শিক্ষার্থী ও খুলনার মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলাসহ সকল ধর্ষণ মামলা দ্রæত বিচারের আওতায় আনার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘আমাদের সমাজে ধর্ষণ বেড়েছে। এ প্রবণতা রোধ করতে হলে দ্রæত বিচার ট্রাইব্যুনালে এই ধরনের মামলার বিচার করতে হবে। আমরা চাই না, আর কোনো নারী ধর্ষণের শিকার হোক। এ ধরনের ঘটনার কঠিন শাস্তি দিতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জনউদ্যোগ, খুলনার নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সভা পরিচালনা করেন ধনরঞ্জন রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসিন, সিপিবির মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, মিজানুর রহমান বাবু, ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মফিদুল ইসলাম , বাসদের জনাদ্ধন নান্টু, মানবাধিকার কর্মি  এ্যাডঃ মোমিনুল ইসলাম, রোজী রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের হুমায়ন কবির ববি, শাহিন জামান পণ, ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, জেসমিন জামান, মোঃ আসাদুজ্জামান, নূরুন নাহার হীরা, সাইফুল ইসলাম, মাহাবুব হক, জয়ন্ত মুখার্জী, জোসনা আক্তার বেবি, ইসরাত আরা হিরা, এম মোস্তফা কামাল, আব্দুল হালিম, আফরোজা জেসমিন বিথী, দিলারা নাসরিন, বেদৌরা আফরোজ, উন্মুর রেদা শ্রাবনী, আফরাফুল ফেরদৌসা, রিপা আক্তার, কৃষ্ণা দাস ছাত্রীনেত্রী সুমাইয়া পান্না প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *