April 26, 2024
আঞ্চলিক

মহসিন জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে অবস্থান

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমণি শিল্পাঞ্চলের বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসিন জুটমিল শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটির টাকা সহ সকল পাওনা পরিশোধের দাবীতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সাধারণ শ্রমিক কর্মচারীরা মিল গেটে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা বলেন ২০১৩ সালের ২৩ জুলাই শ্রম আইনকে তোয়াক্কা না করে সিবিএর সহযোগীতায় এক নোটিশে শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটির টাকা সহ সকল পাওনা পরিশোধ না করে মিলটি বন্ধ করে দেয়। অনেক শ্রমিক কর্মচারীর অর্থাভাবে বিনা চিকিৎসায় ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। অনেক শ্রমিক পরিবারে মেধাবী সন্তানদের টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষ দিনের পর দিন শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের বারবার প্রতিশ্রæতি দেয়া সত্তে¡ও তাদের পাওনা পরিশোধ করেনি।

এ সময় সাধারণ শ্রমিকরা অভিযোগ করে বলেন, মিলের সিবিএ’র নেতারা বিশেষ আর্থিক সুবিধা নিয়ে তাদের পছন্দের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ করেছেন। জুটমিলের সিবিএ সহ-সভাপতি ইসমাইল হোসেন মন্টু বলেন, মালিক পক্ষ মিলটি বিক্রয়ের চেষ্টা করছে এবং মিল বিক্রয় হলেই শ্রমিকের যাবতীয় পাওনা পরিশোধ করা হবে। এদিকে আগামী ১৭ জানুয়ারী শুক্রবার বিকাল ৩টায় সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে মহসিন জুটমিলস্ শ্রমিক ক্লাবে শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বকেয়া পাওনা আদায় আন্দোলন সংগ্রাম কমিটির আহŸায়ক মোঃ এরশাদ আলী।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *