May 4, 2024
খেলাধুলা

ফুটবলারদের যেসব উপদেশ দিলেন ‘ফুটবলার’ সালাউদ্দিন

করোনার কারণে দেশের চলতি মৌসুমের ফুটবল লিগ বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘরে বসেই তাই সময় পার করছেন ফুটবলাররা। কিন্তু সামনে ২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে। তাই ফুটবলারদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেজন্য দেশের ফুটবলারদের উদ্দেশে উপদেশমূলক বার্তা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে সভাপতি হিসেবে নয়, একজন সাবেক ফুটবলার হিসেবে উপদেশ দিয়েছেন তিনি।

শনিবার (জুন ১৩) বাফুফে’র এক ই-মেইল বার্তায় ফুটবলারদের উপদেশ দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালাউদ্দিন।

বার্তার প্রথমেই সালাউদ্দিন বলেন, ‘আজকে আমি কাজী মো. সালাহউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নয়, আমি একজন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, আবাহনী ও মোহামেডানের খেলোয়াড়, আবাহনীর অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক হিসেবে কথাগুলো বলছি।’

এরপর খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সালাউদ্দিন বলেন ‘আমার একটা ছোট উপদেশ থাকবে বাংলাদেশের তরুণ এবং জাতীয় দলের খেলোয়াড়দের কাছে। করোনা ভাইরাসের কারণে আজ ২/৩ মাস যাবত ফুটবল খেলা বন্ধ আছে। আমার উপদেশ থাকবে তাদের কাছে, ভোর বেলা যখন জনগণের চলাচল কম থাকে, বিশেষ করে ভোর ৬টার দিকে, প্রতিদিন ১০ হতে ১২ মাইল জগিং করে তারপর ফিজিক্যাল এক্সারসাইজ, জিম ও ছোট জায়গায় নিজেই ফুটবল অনুশীলন যেন করে।’

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘৩ মাস ৪ মাস হয়ে গেছে তোমরা ফুটবল খেলছো না, এতে তোমাদের কোয়ালিটি অনেক নেমে যাবে। আমি আমার নিজের জীবন থেকে বলছি, যখন বড় হচ্ছিলাম ১৯৬৯/৭০ সালের দিকে, তখন দেশে অনেক হরতাল/কারফিউ হতো, তখন আমি আমার বাড়ির পেছনে লনে প্রায় ৩/৪ ঘণ্টা অনুশীলন করতাম। পরবর্তীতে যখন ফুটবল খেলা শুরু হলো, তখন আমার মনে হয়নি আমি খেলার বাইরে ছিলাম। এই উপদেশটা আমি ইয়ং এবং সিনিয়র খেলোয়াড়দের দিচ্ছি।’

ফুটবল ক্যারিয়ার ধরে রাখার তাগিদ দিয়ে সালাউদ্দিন বলেন, ‘(ফুটবল) লিগ তো শুরু হবে আজ, না হয় কাল, না হয় দুদিন পরে। ফুটবল ক্যারিয়ার কিন্তু অনেক শর্ট। আপনি যেন আপনার ক্যারিয়ারটি ধরে রাখতে পারেন, ফুটবল খেলে সবাইকে পরিচিতি দিতে পারেন। সবাই ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। ধন্যবাদ।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *